ইন্ডিয়ান অয়েলে ৩৯০ অ্যাপ্রেন্টিস

1028
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (পাইপলাইন ডিভিশন) পূর্বাঞ্চল সহ বিভিন্ন আঞ্চলিক শাখায় ৩৯০ জন টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: PL/HR/ESTB/APPR-2018(1). নিচের মতো যোগ্যতা ও নম্বর পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদের বিন্যাস: ইস্টার্ন রিজিয়ন পাইপলাইনস (ইআরপিএল): পশ্চিমবঙ্গ: মেকানিক্যাল: শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবিসি ২)। টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবিসি ২)। হিউম্যান রিসোর্স: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

বিহার: মেকানিক্যাল: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। হিউম্যান রিসোর্স: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। অ্যাকাউন্টস/ ফিনান্স: শূন্যপদ ২ (অসংরক্ষিত)।

আসাম: মেকানিক্যাল: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। হিউম্যান রিসোর্স: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। অ্যাকাউন্টস/ ফিনান্স: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

উত্তর প্রদেশ: মেকানিক্যাল: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। টেলিকম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপজ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

অন্যান্য রিজিয়নের শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

বয়সসীমা: ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিময় অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর এবং নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা (এক বছরের আইটিআই/ ১০+২ করার পর দু বছরের ল্যাটারাল এন্ট্রি স্কিমের ডিপ্লোমাধারী হলেও আবেদন করতে পারবেন)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা (এক বছরের আইটিআই/ ১০+২ করার পর দু বছরের ল্যাটারাল এন্ট্রি স্কিমের ডিপ্লোমাধারী হলেও আবেদন করতে পারবেন)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা (এক বছরের আইটিআই/ ১০+২ করার পর দু বছরের ল্যাটারাল এন্ট্রি স্কিমের ডিপ্লোমাধারী হলেও আবেদন করতে পারবেন)।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স): পূর্ণ সময়ের গ্র্যাজুয়েশন।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): পূর্ণ সময়ের কমার্স গ্র্যাজুয়েশন।

প্রয়োজনীয় নম্বর: সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০ শতাংশ (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় ৮৫ নম্বর এবং ইন্টারভিউতে ১৫ নম্বর থাকবে। লেখা পরীক্ষায় ৬০টি সংশ্লিষ্ট ডিসিপ্লিন এবং ২৫টি জেনারেল অ্যাপ্টিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড ও জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। সময় ২ ঘণ্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ। লেখা পরীক্ষা/ ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর/ ডিসেম্বর ২০১৮।

আবেদনের পদ্ধতি: টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action লিঙ্কে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে https://apprenticeshipindia.org/ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর http://pils.indianoilpipelines.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।