২২ প্রফেসর, অ্যাসোশিয়েট ও অ্যাসিঃ প্রফেসর

694
0
Raiganj University

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২২ জন প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: R-300/2018  Date:25.9.2018

বেতনক্রম: প্রফেসর পদের ক্ষেত্রে ৩৭৪০০-৬৭০০০ টাকা, গ্রেড পে ১০,০০০ টাকা।

অ্যাসোশিয়েট প্রফেসর পদের ৩৭৪০০-৬৭০০০ টাকা, গ্রেড পে ৯০০০ টাকা।

অ্যাসিস্টান্ট প্রফেসর পদের ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৬০০০ টাকা।

শূন্যপদ: প্রফেসর: ১২। অ্যাসোসিয়েট প্রফেসর: ৭। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৩।

যে সমস্ত বিষয়ে নিয়োগ: প্রফেসর: বটানি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্স, সেরিকালচার, কেমিস্ট্রি, জুলজি, সংস্কৃত, জিওগ্রাফি, মাইক্রোবায়োলজি।

অ্যাসোশিয়েট প্রফেসর: বাংলা, সেরিকালচার, কমার্স, বটানি, ইকোনমিক্স, ফিলোজফি।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: কমার্স, হিস্ট্রি, জিওগ্রাফি। সবক্ষেত্রেই যাঁরা আগে আবেদন করেছেন তাঁরা পুনরায় আবেদন করবেন না।

আবেদনের ফি: প্রফেসর পদের ক্ষেত্রে ২০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ/বি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০০ টাকা।

অ্যাসোশিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ১৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ/বি প্রার্থীদের ক্ষেত্রে ১২০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ/বি প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা। সবক্ষেত্রেই ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া যাবে অথবা নগদে ফি দেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাশ কাউন্টারে ১০ অক্টোবর ২০১৮ দুপুর ২টো পর্যন্ত। ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে Raiganj University-র অনুকূলে, প্রদেয় হবে রায়গঞ্জে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.raiganjuniversity.ac.in ওয়েবসাইট থেকে বয়ান ডাউনলোড করা যাবে। যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।