কারেন্ট অ্যাফেয়ার্স ১১ অক্টোবর, ২০১৮

689
0
Current Affairs 11 Oct 2018

জাতীয়

  • শ্রীকাকুলাম জেলার পালাসায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। ৬ জন মৎস্যজীবী সহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কার জেরে রা্জ্যের বহু স্থানে ট্রেন ও বিমান চলাচলে সতর্কতা জারি করা হয় এবং বাতিল বলে ঘোষণা করা হয়। ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘণ্টায় ১৫০ কিমি বেগে আসা এই ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির হিসাব এখনও পাওয়া যায়নি। গাছ উপ
  • হৃষীকেশের এইমস হাসপাতালে প্রয়াত হলেন পরিবেশবিদ জি ডি আগরওয়াল (৮৭) গঙ্গাকে দূষণমুক্ত করার দাবিতে গত ৪ মাস ধরে তিনি অনশন করছিলেন। মাত্র একদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করেছিল উত্তরাখণ্ড পুলিশ। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম-এর পুত্র কার্তির দেশ ও বিদেশের ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এই পদক্ষেপ নেওয়া হল।

আন্তর্জাতিক

  • মৃত্যুদণ্ড তুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া থেকে। সেখানকার নতুন সরকার এই সিদ্ধান্ত নিল। আইনমন্ত্রী লিউ ভু কিয়ং এ কথা জানালেন।
  • আফ্রিকার কনিষ্ঠতম ধনকুবের মহম্মদ দেওজি অপহৃত হলেন। শ্বেতাঙ্গ দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করল। ১০টি দেশে বাণিজ্য চালায় দেওজির প্রতিষ্ঠান।
  • ক্যাটেগরি ‘ও’ ঘূর্ণিঝড় মাইকেলের দাপটে ক্ষতিগ্রস্ত হল মার্কিন মুলুকের ফ্লোরিডা। ২ জনের মৃত্যুর খবর জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বিশ্বের অর্থনৈতিক বাজারে মাইকেল ঝড় এক বিরাট প্রভাব ফেলেছে। যা বিশ্ব শেয়ার বাজারেও চিন্তা উদ্রেক করেছে।
  • যান্ত্রিক বিভ্রাটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার বদলে ফিরিয়ে আনা হল দুই মহাকাশচারীকে। কাজাকস্তান থেকে উড়ানের পরই বুস্টার রকেটে বিপত্তি ঘটেছিল। এক মার্কিন ও এক রুশ নভশ্চর ছিলেন উড়ানে। তাঁরা সুস্থ আছেন।

খেলা

  • এশিয়ান প্যারাগেমসে হাই জাম্প টি ৪২/৪৩ বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন সুন্দর সিং গুর্জর। পুরুষদের ৪০০ মিটার টি ১৩ বিভাগে ব্রোঞ্জ জিতলেন অভনীন কুমার।
  • করাচি গল্ফ ক্লাবে গল্ফ-এর এশিয়ান ট্যুর প্রতিযোগিতা শুরু হল। সন্ত্রাসবাদী হামলার ফলে ২০০৭ সালের পর থেকে গল্ফ-এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বন্ধ ছিল পাকিস্তানে।
  • দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ড্র হল।
  • টি ২০ বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র ১১ বলে চিনের বিরুদ্ধে ম্যাচ জিতল নেপাল। চিন অল আউট হয় ২৬ রানে।

বিবিধ

  • উৎপাদন শুল্ক কমায় বিমান জ্বালানি এটিএফ-এর দাম কমে হল ৭২ টাকা ৬০ পয়সা প্রতি লিটার। এই দাম দিল্লিতে। এই প্রথম দেশে পেট্রোল ডিজেলের থেকেও এটিএফ-এর দাম কমে গেল।
  • বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামল। ভারতের শেয়ার বাজারে সেনসেক্স ৭৫৯.৭৪ অঙ্ক ও নিফটি ২২৫.৪৫ অঙ্ক হ্রাস পেল। লগ্নিকারীদের ২.৬৯ লক্ষ কোটি টাকা মুছে গেল। অন্যদিকে সেনসেক্স গত ছ মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে গেল।