কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ অক্টোবর, ২০১৮

546
0
Current Affairs_15 Oct

জাতীয়

  • দূষণের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হল দিল্লির বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রসঙ্গত, শীত পড়লেই দূষণের জেরে প্রবল ধোঁয়াশা তৈরি হয় দিল্লি ও সংলগ্ন এলাকায়।
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বিষয়ে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ও কয়েকটি বিদেশি তেল সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ৪ নভেম্বর থেকে ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ায় পেট্রোপণ্যের আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে ভারতকে প্রয়োজন মতো তেল জোগানোর প্রতিশ্রুতি দিল সৌদি আরব।

আন্তর্জাতিক

  • ৯৩ বছর বয়সি তোভা রিংগারকে মিস হলোকস্ট সারভাইভার সম্মানে ভূষিত করল ইজরায়েল। তিনি আউটভিৎজ–এ বাবা-মা, চার বোন ও ঠাকুমাকে হারিয়েছিলেন। ইজরায়েল সরকার তাঁকে পুরস্কৃত করল।
  • রেল ও সড়ক পথে পুনরায় যোগাযোগ শুরুর সিদ্ধান্ত নিল উত্তর ও দক্ষিণ কোরিয়া। এদিন এই বিষয়ে চুক্তি করলেন উত্তরের রাষ্ট্রপতি কিম উন জং এবং দক্ষিণের রাষ্ট্রপতি মুন জায়ে ইন।
  • নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগির সন্ধানে তুরস্ক পুলিশকে ইস্তাম্বুলে সৌদি আরবের দূতাবাসে ঢুকে তল্লাশি অভিযানে সম্মতি জানাল সৌদি আরব সরকার।

খেলা

  • এশিয়ান প্যারা গেমসে প্রথম তিনটি স্থান পেল যথাক্রমে চিন, দক্ষিণ কোরিয়া ও ইরান। ভারত পেল নবম স্থান। ভারত ১৫টি সোনা, ২৪টি রুপো, ৩৩টি ব্রোঞ্জ মিলিয়ে পেয়েছে ৭২টি পদক। ভারতের এই প্রতিযোগিতায় এটাই সেরা সাফল্য। ২০১৪ সালে ভারত ৩৩টি পদক জিতল।
  • যুব অলিম্পিকের হকিতে ভারতের মেয়েরাও রুপো জিতল। এদিন ফাইনালে তারা আয়োজক দেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গোলে হারল। হকিতে ছেলেরাও রুপো জিতেছে। তারা ফাইনালে ২-৪ গোলে মালয়েশিয়ার কাছে হেরেছিল।

বিবিধ

  • সেন্ট্রাল ইনল্যান্ড ফিশরিজ ইনস্টিটিউট সংস্থার উদ্যোগে ‘রাষ্ট্রীয় মহিলা কৃষক দিবস’ পালিত হল। গত বছর থেকে এই দিবস পালন করছে কেন্দ্র। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন কৃষি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ হয়েছে ৪৮ শতাংশ।
  • প্রযুক্তিবিদ্যার প্রাক্তন অধ্যাপক তথা আইআইটির উপদেষ্টা ব্রজভূষণ পাণ্ডে (৭৮) প্রয়াত হলেন। এ দেশে আধুনিক সড়ক তৈরির রূপকার বলা হয় তাঁকে। ২০০১, ২০১২ সালের রোড কংগ্রেসে রাস্তা তৈরির নিয়মাবলির খসড়া, কংক্রিট এবং বিটুমিনে রাস্তার কোড তৈরি করেছিলেন তিনি।