কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অক্টোবর, ২০১৮

769
0
Current Affairs 27 Oct 2018

জাতীয়

  • ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় সিরিআপিএফ-এর ৪ জন জওয়ান শহিদ হলেন। প্রথমে মাইন বিস্ফোরণ ঘটানো হয় ও পরে গুলি বর্ষণ করে মাওবাদীরা।
  • দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মদনলাল খুরানা (৮২) প্রয়াত হলেন।
  • এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অস্থায়ী প্রধান নিযুক্ত হলেন ১৯৮৪ ব্যাচের আইআরএস অফিসার সঞ্জয় মিশ্র।

আ্ন্তর্জাতিক

  • মর্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল বোমা প্রেরককে চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ। ফ্লোরিডার বছর-৫৫ বয়সের এই ব্যক্তির নাম সিজার আলিতেরি সেয়ক। বহুবার জেলখাটা দাগি আসামি সে। ডোলান্ড ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত সিজার প্রবল ভাবে ঘৃণা করত ডেমোক্র্যাটদের এবং কৃষ্ণাঙ্গ ও ইহুদিদের। পার্সেল বোমার আঙুলের ছাপ থেকে তাকে চিহ্নিত করা হয়।
  • অভূতপূর্ব সাংবিধানিক সংকটের মুখে পড়ল শ্রীলঙ্কা। একদিকে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। অন্যদিকে রনিল বিক্রমসিঙ্ঘে তাঁর অপসারণকে অসাংবিধানিক দাবি করে প্রধানমন্ত্রীর দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন। এরই মধ্যে ৩ সপ্তাহের জন্য সংসদ মুলতুবি করে দিলেন রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা।
  • পাকিস্তানের টিভি চ্যানেলে ভারতীয় ছবি ও ধারাবাহিক সম্প্রচার বন্ধের নির্দেশ দিলেন পাক প্রধান বিচারপতি সাকিব নিসার।

খেলা

  • পুণেতে ভারত–ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ৪৩ রানে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২৮৩ রান করেছিল ক্যরিবিয়ানরা। এদিন শতরান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (১০৭)। পর-পর তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করলেন তিনি। প্রথম ভারতীয় ও বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে তিনি এই নজির গড়লেন। একদিনের ক্রিকেটে এটি তাঁর ৩৮তম শতরান। এটি তাঁর ৬২তম আন্তর্জাতিক শতরান। এদিন ম্যাচ জিতে সিরিজ ১-১ করল ক্যারিবিয়ানরা।
  • শুরু হল আই লিগ। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল ২-০ গোলে জয়ী হল নেরোকা এফসি-র বিরুদ্ধে। মোহনবাগান-গোকুলম ম্যাচ ড্র হল ১-১ গোলে।
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত ৩-২ গোলে হারাল জাপানকে। অন্য সেমিফাইনালে পাকিস্তান হারাল মালয়েশিয়াকে।
  • দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তান এগিয়ে গেল।

বিবিধ

  • ভারতীয় গণনাট্য সঙ্ঘের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হল পাটনায়। ৫ দিনের অনুষ্ঠানে ২২টি রাজ্যের ১৪০০ কর্মী যোগ দিলেন।
  • ওড়িশার ঢেঙ্কানলে বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে ৭টি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশে অপঘাতে ৬৫৫টি হাতির মৃত্যু হয়েছে। এ তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক।