কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর, ২০১৮

627
0
Current Affairs 4 Nov 2018

জাতীয়

  • দিল্লিতে যমুনা নদীর ওপর ‘দ্য সিগনেচার ব্রিজ’-এর উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই সেতুর দৈর্ঘ্য ৬৭৫ মিটার।
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাবের ফিরোজপুর থেকে বিএসএফ-এর ২৯তম ব্যাটেলিয়ানের ডেপুটি কম্যান্ড্যান্ট পদমর্যাদার আধিকারিকের অভিযোগে এক বিএসফ জওয়ানকে গ্রেপ্তার করা হল। মহারাষ্ট্র নিবাসী অভিযুক্ত জওয়ানের নাম শেক রিয়াজুদ্দিন। সীমান্ত সংক্রান্ত তথ্য ও ছবি আইএএস-এর কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই জওয়ানের বিরুদ্ধে।
  • উত্তরপ্রদেশের বেরিলিতে একটি হাসপাতালে আইসিইউ–এর মধ্যেই এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠল।

আন্তর্জাতিক

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিলেন বাংলাদেশের মৌলবিরা। কওমি মাদ্রাসার শিক্ষাকে সাধারণ শিক্ষার সমান সরকারি মর্যাদা দেওয়ার জন্য এদিন সোহরাবর্দি ময়দানে তাঁকে সংবর্ধনা দেওয়া হল। জামাতে ইসলামির বিরোধী ইসলামি সংগঠন হেফাজতে ইসলামি এই সংবর্ধনার আয়োজন করেছিল।
  • পাকিস্তানে তাঁদের প্রাণ সংশয় তাই বিশ্বের যে-কোনো প্রান্তে নিরাপদ আশ্রয়ের জন্য আবেদন জানালেন আসিয়া বিবির স্বামী আশিক মাসিহ।

খেলা

  • ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে ৫ উইকেটে জয়ী হল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে এই সিরিজ খেলছে ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন কুলদীপ যাদব।
  • প্যারিস মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন রাশিয়ার কারেন খেচানভ। তিনি ফাইনালে হারালেন নোভাক জাকোভিচকে।
  • পারথ-এ দক্ষিণ আফ্রিকার সঙ্গে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারল অস্ট্রেলিয়া। গত ১৮টি ম্যাচের ১৬টিতেই তারা হারল।
  • ইউরোপের শ্রেষ্ঠ ৫টি লিগে ৪০০ গোল করার নজির গড়ার জন্য ‘৪০০’ লেখা বিশেষ জার্সি দেওয়া হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাঁর ক্লাব জুভেন্তাস তাঁকে এই উপহার দিল।

বিবিধ

  • সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ঋণখেলাপিদের নাম কেন প্রকাশ করা হয়নি তা জানতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের কাছে চিঠি পাঠাল কেন্দ্রীয় তথ্য কমিশন। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিসও পঠানো হল।
  • ১১টি অ্যাকাউন্টের ১০১৯ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রির কথা জানল ভারতের স্টেট ব্যাঙ্ক।