রিজার্ভ ব্যাঙ্কে ২৭০ সিকিউরিটি গার্ড সারা দেশে

636
0
Current Affairs 1st March

সারা দেশে ২৭০ জন সিকিউরিটি গার্ড নেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

বিভিন্ন অফিসে শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১৩: কলকাতা: শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১: আহমেদাবাদ: ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ২: বেঙ্গালুরু: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৩: ভুবনেশ্বর: ৯ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: ভোপাল: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৫: চণ্ডিগড়: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৬: চেন্নাই: ১৯ (অসংরক্ষিত ১৭, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৭: নতুন দিল্লি: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৮: গুয়াহাটি: ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ৯: হায়দরাবাদ: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১০: জম্মু: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১১: জয়পুর: ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১২: কানপুর: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ১৪: লক্ষ্ণৌ : ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ১৫: মুম্বই: ৮০ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২১, ওবিসি ১৫)। ক্রমিক সংখ্যা ১৬: নাগপুর: ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১৭: পাটনা: ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১৮: তিরুবনন্তপুরম: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, ওবিসি ৬)।

বয়সসীমা: ১ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। ওবিসিদের ক্ষেত্রে ২৮ বছর ও তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

যোগ্যতা: কোনো স্বীকৃত স্টেট এডুকেশন বোর্ড থেকে দশম শ্রেণি পাশ (এসএসসি/ ম্যাট্রিকুলেশন)। স্নাতক ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে।

যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে।

পারিশ্রমিক: শুরুতে বেসিক পে ১০৯৪০ টাকা। মূল বেতনক্রম ১০৯৪০-২৩৭০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে টেস্ট অব রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল ইংলিশ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর)। মোট ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর, সময় ৮০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

আবেদনের ফি: কেবল ইন্টিমেশন চার্জ হিসাবে ৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://ibpsonline.ibps.in/rbirsgoct1/ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।