কারেন্ট অ্যাফেয়ার্স ১১ নভেম্বর, ২০১৮

706
0
Current Affair 11 Nov 2018

আ্ন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে পালিত হল প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ। ১৯১৮ সালের ১১ নভেম্বর সমাপ্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। মৃত্যু হয়েছিল প্রায় ২ কোটি মানুষের। এদিন সব থেকে বড় অনুষ্ঠানটি হল প্যারিসে। সেখানকার ‘আর্ক দ্যো ত্রিয়ঁফ’-এ (স্মৃতি সৌধ ) প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাংয়া নাইডু এবং ৭০ জন বায়ুসেনা।
  • ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। এই দাবানলকে তৃতীয় ভয়াবহ বলছে প্রশাসন। প্যারাডাইস শহর গোটাটাই ভস্মীভূত হয়েছে। ১১ ঘণ্টায় আগুন অগ্রসর হয়েছে ১৮ কিমি।

জাতীয়

  • কর্নাটকে বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হল প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডিকে। ৭ বছর আগে বেআইনি খনির মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল।
  • আবুল কালাম আজাদের ১৩০তম জন্মবার্ষিকী পালন করা হল শ্রদ্ধার সঙ্গে।
  • ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে মৃত্যু হল বিএসএফ-এর এক জওয়ানের। গত ১৫ দিনে ওই রাজ্যে মাওবাদী হানায় ১৪ জনের মৃ্ত্যু হল।

বিবিধ

  • গত ২৬ অক্টোবর শেষ হওয়া পক্ষে দেশে ব্যাঙ্কগুলির ঋণের পরিমাণ বেড়েছে ১১.৪১ শতাংশ বা ৯৩.০১ লক্ষ কোটি টকা। ঋণের চাহিদার এই হার গত ৫ বছরে সব থেকে বেশি। এদিন আরবিআই এই তথ্য জানাল।
  • কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানাল, দেশে ৩৫৭টি প্রকল্প রূপায়ণে দেরির জন্য বাড়তি খরচ হবে ৩.৩৯ লক্ষ কোটি টাকা। ১৩৬২টি প্রকল্পের জন্য ১৭০৩৮৪০ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছিল।
  • গত এপ্রিল-অক্টোবরে কলকাতা মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল ১২৬১.৪১ লক্ষ যা এক বছর আগের তুলনায় ৪.৫৫ শতাংশ বেশি।

খেলা

  • মহিলাদের টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত ৭ উইকেটে হারাল পাকিস্তানকে। ২২ রানে ৪ উইকেট নিলেন ভারতের পুনম যাদব। ৪৭ বলে ৫৬ রান করলেন মিতালি রাজ।
  • চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টি ২০ ম্যাচে ভারত ৬ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজকে। এর ফলে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হল ভারত। এদিন শিখর ধাওয়ান ৯২ রান করেন।
  • দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিন হোবার্টে তৃতীয় ম্যাচে ৪০ রানে জয়ী হল তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করলেন ডেভিড মিলার (১৩৯) ও ফাফ ডু প্লেসি (১২৫)।
  • কলকাতায় টাটা স্টিল র‍্যাপিড দাবায় সূর্যশেখর গাঙ্গুলির কাছে হেরে গেলেন বিশ্বনাথন আনন্দ। দীর্ঘদিন আনন্দের ‘সেকেন্ড’ হয়ে খেলেছেন গাঙ্গুলি। এই প্রতিযোগিতায় টানা ৮ ম্যাচ ড্রয়ের পর হার মানলেন আনন্দ।