কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর, ২০১৮

376
0
Current Affairs 21 Nov 2018

আন্তর্জাতিক

  • ইন্টারপোলের প্রধান পদে নিযুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং। সহকারী প্রধান থাকছেন আলেকজান্ডার পোকোপচুক।
  • রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ দপ্তরের প্রধান এরিক সোলহাইমার ইস্তফা দিলেন। গত ২২ মাসে বিব্র্নি সফরে ৪ লক্ষ ৮৮ হাজার ডলারের বিপুল খরচ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
  • ইয়েমেনে যুদ্ধ শুরুর পর ৫ বছরে অন্তত ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুও হয়েছে। মার্কিন সমর্থিত সৌদি আরব জোট হোদেইদার বন্দর রাখায় পরিস্থিতি খারাপ হয়েছে। এই বন্দর দিয়েই ত্রাণ প্রবেশ করত ইয়েমেনে। একটি ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা এদিন এই তথ্য জানাল।
  • গুরু নানকের ৫৪৯তম জন্মদিবসে ৩৮০০ জন শিখ তীর্থযাত্রীর ভিসা মকুব করল পাকিস্তান।

জাতীয়

  • কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল মালয়েশিয়া। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সে দেশে সফরের পর এক বিবৃতিতে তারা এই কথা বলল। প্রসঙ্গত মালয়েশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয় জাকির নায়েককে নিয়ে। আর্থিক দুর্নীতি ও সন্ত্রাসে মদত দেওয়ায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নায়েককে ভারতে প্রত্যর্পণের দাবি মানেনি তারা।
  • আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেন্টিনাল দ্বীপে সেন্টিনেলিজ জনজাতির ছোড়া তিরে মৃত্যু হয়েছে জন অ্যালেন চাউ (২৭) নামে এক মার্কিন পর্যটকের। গত ১৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়েছে বলে এদিন জানা গিয়েছে। জনজাতিদের ওই দ্বীপে বাইরের কারও প্রবেশের অনুমতি নেই।
  • অস্ট্রেলিয়া সফরে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি অস্ট্রেলিয়া সফরে গেলেন।

বিবিধ

  • হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া সংস্থার প্রধান হিসাবে একটি ভারতীয় সংস্থার সিইও অভিজিত বসু নিযুক্ত হচ্ছেন বলে জানানো হল। তিনি নতুন বছরের শুরুতে এই সংস্থায় যোগ দেবেন। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে হোয়াটসঅ্যাপের প্রথম পূর্ণাঙ্গ অফিস হতে চলেছে গুরুগ্রমে। হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াও সেখানেই কাজ শুরু করবে।

খেলা

  • ব্রিসবেনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। শিখর ধাওয়ান ৪২ বলে ৭৬ রান করেন। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচের নিষ্পত্তি হল। এই নিয়মেই ১৭ ওভারে অস্ট্রেলিয়ার ১৫৮/৪ রান অতিক্রম করে ১৭ ওভারেই। ১৬৯/৭ রান তুলেও হেরে গেল ভারত।
  • জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ৫টি সোনা জিতলেন অঞ্জুম মউদগিল। পাঞ্জাবের এই শ্যুটার যে কীর্তি স্থাপন করলেন, ভারতে শ্যুটিং চ্যাম্পিয়নশিপে তা আগে কখনও হয়নি।
  • দুবাইয়ে টি-২০ লিগে ১৬ বলে ৭৪ রান করলেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ।