কোচিন শিপইয়ার্ডে ৩২০ অ্যাপ্রেন্টিস ট্রেনি

711
0
Cochin Shipyard apprentice

কোচিন শিপইয়ার্ড লিমিটেডে টেকনিক্যাল (ভোকেশনাল), ট্রেড, গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। একই নম্বরের (No. P&A/6(126)/17-Vol-II) দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে।

শূন্যপদ যোগ্যতা: বিজ্ঞপ্তি-১ ক্যাটেগরি ওয়ান: টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ১: অ্যাকাউন্ট্যান্সি অ্যান্ড ট্র্যাক্সেশন: শূন্যপদ ২। ক্রমিক সংখ্যা ২: কম্পিউটারাইজড অফিস ম্যানেজমেন্ট: ২। ক্রমিক সংখ্যা ৩: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট: ২। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক টেকনোলজি: ১। ক্রমিক সংখ্যা ৫: ফুড অ্যান্ড রেস্টুরেন্ট মেজারমেন্ট: ৪। ক্রমিক সংখ্যা ৬: বেসিক নার্সিং অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার: ১। ক্রমিক সংখ্যা ৭: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং: ৩।

ক্যাটেগরি ওয়ানের জন্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন পাশ (ভিএইচএসই)।

বিজ্ঞপ্তি-১ ক্যাটেগরি টু: ট্রেড অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ১: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ২৫। ক্রমিক সংখ্যা ২: ফিটার: ২৫। ক্রমিক সংখ্যা ৩: ওয়েল্ডার ২৫। ক্রমিক সংখ্যা ৪: মেশিনিস্ট: ৫। ক্রমিক সংখ্যা ৬: ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৭। ক্রমিক সংখ্যা ৭: ড্রাফটসম্যান (মেকানিক): ৩। ক্রমিক সংখ্যা ৮: ড্রাফটসম্যান (সিভিল): ২। ক্রমিক সংখ্যা ৯: পেইন্টার (জেনারেল): ৫। ক্রমিক সংখ্যা ১০: মেকানিক মোটরভিকল: ৫। ক্রমিক সংখ্যা ১১: শিটমেটাল ওয়ার্কার: ২০। ক্রমিক সংখ্যা ১২: শিপরাইট উড (কার্পেন্টার): ১০। ক্রমিক সংখ্যা ১৩: মেকানিক ডিজেল: ২০। ক্রমিক সংখ্যা ১৪: ফিটার পাইপ (প্লাম্বার): ২০। ক্রমিক সংখ্যা ১৫: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: ৫।

ক্যাটেগরি টুর যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট/ প্রভিশনাল ন্যাশনাল সাটির্ফিকেট (এনটিসি)।

বিজ্ঞপ্তি-২ ক্যাটেগরি ওয়ান: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ক্রমিক সংখ্যা ১: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৬। ক্রমিক সংখ্যা ২: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২২। ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৪। ক্রমিক সংখ্যা ৪: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭। ক্রমিক সংখ্যা ৫: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি: ৪। ক্রমিক সংখ্যা ৬: সেফটি ইঞ্জিনিয়ারিং: ৩। ক্রমিক সংখ্যা ৭: মেরিন ইঞ্জিনিয়ারিং: ২। ক্রমিক সংখ্যা ৮: ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড শিপবিল্ডিং: ২। যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি।

বিজ্ঞপ্তি-২ ক্যাটেগরি টু: টেকনিশিয়ান (ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস): ক্রমিক সংখ্যা ১: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৫। ক্রমিক সংখ্যা ২: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২০। ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৬। ক্রমিক সংখ্যা ৪: ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৫। ক্রমিক সংখ্যা ৫: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৫। ক্রমিক সংখ্যা ৬: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ৪। ক্রমিক সংখ্যা ৭: কমার্শিয়াল প্র্যাক্টিস: ১৫।

যোগ্যতা: স্টেট কাউন্সিল বা বোর্ড অব টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা।

বয়সসীমা: সবক্ষেত্রেই অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ৭৫০০ টাকা, ট্রেড অ্যাপ্রেন্টিসের প্রতি মাসে ৬২৫০ টাকা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের প্রতি মাসে ১০০০০ টাকা, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের মাসে ৮৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.cochinshipyard.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে বলা হয়েছে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই লিঙ্কে গিয়ে:

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action.

সবক্ষেত্রেই অনলাইন আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে apprenticeship@cochinshipyard.com আইডিতে মেল করতে পারেন।