জিওলজিস্টদের জন্য ইউপিএসসির পরীক্ষার নাম, ধরন-ধারণ, সিলেবাসে বদল

742
0
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট এগজামিনেশনের নাম, পরীক্ষার ধরন-ধারণ ও সিলেবাস বদল করা হবে ২০২০ সাল থেকে। কেন্দ্রীয় সরকারের খনিমন্ত্রকের পরামর্শে এইসব বদল ঘটানো হয়েছে। যেমন, পরীক্ষার নাম করা হয়েছে কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এগজামিনেশন। ত্রিস্তরীয় পরীক্ষা হবে: স্টেজ-ওয়ান প্রিলিমিনারি ও স্টেজ-টু মেইন এগজাম, স্টেজ–থ্রিতে পার্সোন্যালিটি টেস্ট।

প্রিলিমিনারি হবে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপের, দুই পেপারের। সফল হলে মেইন পরীক্ষায় বসার সুযোগ। প্রিলির নম্বর চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় যোগ হবে। এতে থাকবে ২ ঘণ্টায় ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ, ২ ঘণ্টায় ৩০০ নম্বরের বিষয় (জিওলজি/হাইড্রোজিওলজি/জিওফিজিক্স/কেমিস্ট্রি)। মেইন পর্বের পরীক্ষায় সব শাখার প্রার্থীদের জন্যই থাকবে ৩টি পেপার, ডেসক্রিপটিভ ধরনের। এই পর্বের নম্বরও চূড়ান্ত মেধা তালিকাতে যোগ হবে।

জেনারেল ইংলিশ পেপার বাদ দিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত বিবরণ ও পুরো সিলেবাস পাবেন এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/RevisedSyllab-Geol-2020.pdf