কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জানুয়ারী, ২০১৯

558
0
Current Affairs 10 Jan 2019

আন্তর্জাতিক

  • বাংলাদেশ সংসদের স্পিকার নির্বাচিত হলেন শিরিন শরমিন চেধুরী। বিরোধী দলনেতা হলেন প্রাক্তন সেনাশাসক হুসেইনন মহম্মদ এরশাদ। উপনেতা হলেন তাঁর ভাই গোলাম মহম্মদ কাদের। বিগত সরকারে এরশাদের জাতীয় পর্টি মন্ত্রিসভাতেও ছিল, বিরোধী দলের ভূমিকাও পালন করেছিল।
  • স্টেটব্যাঙ্ক অব পাকিস্তান সে দেশের নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলির অঘোষিত ব্যাঙ্ক  অ্যাকাউন্ট সমূহের রিপোর্ট প্রকাশ করল। তাতে দেখা যাচ্ছে শাসক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ-এর ১৮টি অঘোষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ডেমোক্র্যাটদের বৈঠক ভেস্তে গেল। ফলে ফেডারেল সরকারের শাটডাউন ১৯ দিনে পড়ল।

জাতীয়

  • সিবিআই ডিরেক্টরের পদ থেকে অলোক বর্মাকে ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স, হোমগার্ড-এর ডিজি পদে বদলি করল মন্ত্রিসভার নিয়োগ কমিটি।। এর আগে গত ২৩ অক্টোবর তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল, যে সিদ্ধান্ত খারিজ করে বর্মাকে পুনর্বহাল করেছিল সুপ্রিম কোর্ট। তাঁর ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কমিটির ওপরই ছেড়েছিল আদালত।
  • রাম জন্মভূমি–বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের সদস্য বিচারপতি ইউ ইউ ললিত বেঞ্চ থেকে সরে গেলেন।
  • কেন্দ্রে আয়ুষ্মান প্রকল্প থেকে সরে আসার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিবিধ

  • দেশের ছোট ও ক্ষুদ্র শি্ল্পের জন্য এক প্রস্থ সুবিধা ঘোষণা করা হল। জিএসটি পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্ত জনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রাকৃতিক বিপর্যয় সেস হিসাবে কেবল তাদের সীমানার মধ্যে পণ্য পরিষেবা সরবরাহকে ১ শতাংশ সেস বসানোর যে আবেদন জানিয়েছিল তা মঞ্জুর করা হল এই বৈঠকে।
  • অসম পুলিশ রাষ্ট্রদোহের মামলা দায়ের করল অসমিয়া সাহিত্যিক হীরেন গোঁসাইয়ের বিরুদ্ধে।

খেলা

  • এএফসি এশিয়ান কাপে আরব আমিরশাহির কাছে ২-০ গোলে হারল ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত তাদের থেকে ১৮ ধাপ পিছিয়ে। এদিন ভারত দুর্দান্ত খেলেও পরাস্ত হয়েছে।
  • বক্সিং ৪৮ কেজি মেয়েদের বিভাগে ১ নম্বর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন ভারতের মেরি কম।
  • রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠল বিদর্ভ, উত্তরাখণ্ড, সৌরাষ্ট্র. উত্তরপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, কেরল ও গুজরাট।
  • ২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকে ভারতের ওয়েটলিফটিং ফেডারেশন প্রেসিডেন্ট বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ভারতের শেফ দ্যো মিশন হবেন বলে জানানো হল।