এসএসসির নকল ওয়েবসাইট, আপার প্রাইমারির ভুল খবর

896
0
School Service Commission

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নকল ওয়েবসাইট। এসএসসির নকল ওয়েবসাইটে আপার প্রাইমারি স্তরের খবর প্ৰকাশ করা হয়েছে। যা নিয়ে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগেও স্কুল সার্ভিস কমিশনের নকল ওয়েবসাইটের ব্যাপারে জীবিকা দিশারীতে খবর প্রকাশ করা হয়েছিল। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের একমাত্র ওয়েবসাইট হল http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/  এই ওয়েবসাইটটিকে সম্পূর্ণভাবে নকল করে একটি ওয়েবসাইট রয়েছে http://westbengalcentralssc.com/sscorg/wbssc/home/  যেখানে ২০১৬ সালের আপার প্রাইমারি স্তরের ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের স্ট্যাটাস চেকের লিঙ্ক দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশন যথেষ্ট উষ্মা প্রকাশ করেছে, স্কুল সার্ভিসের নিজস্ব ওয়েবসাইটে এ ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সচেতনমূলক একটি বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি স্তরে ভেরিফিকেশন সংক্রান্ত কোনো খবর এখনও পর্যন্ত নেই। নবম-দশম শ্রেণির নিয়োগের কাজ শেষ হলে এই সংক্রান্ত খবর আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেট হলে জীবিকা দিশারীতে অবশ্যই জানানো হবে।