কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

417
0

আন্তর্জাতিক

  • পাকিস্তান সফরে গেলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। প্রধানমন্ত্রী ইমরান খানের বাস ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হল। ইতিমধ্যেই পাকিস্তানকে ৬০০ কোটি ডলার ঋণ দিয়েছে সৌদি আরব। দুদেশের মধ্যে ২০ বিলিয়ন ডলারের সমঝোতাপত্র স্বাক্ষরিত হল।
  • সিরিয়ায় ধরা পড়েছে অন্তত ৮০০ আইএস জঙ্গি। তারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক। তাদের নিজ-নিজ দেশে ফিরিয়ে বিচারকার্য শুরুর জন্য বললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তাদের মুক্ত করে দেওয়া হবে বলে জানালেন তিনি।
  • বালুচিস্তানে পাক সেনার কনভয়ে আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল ৯ জন পাক সেনার। বালুচ জঙ্গিদের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

 

জাতীয়

  • পুলওয়ামায় হামলার ঘটনায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 

বিবিধ

  • চলতি অর্থবর্ষে এপ্রিল–জানুয়ারি পর্যন্ত দেশে সোনার আমদানি ৫ শতাংশ কম ছিল বলে জানানো হল। ২৬৯৩ কোটি ডলার। গত অর্থবর্ষের এই সময়ে তা ছিল ২৮২৩ কোটি ডলার।

 

খেলা

  • আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল জানালেন। ২৪৮টি ম্যাচে তঁর সংগ্রহ ৯৭২৭ রান।
  • আই লিগে ইস্টবেঙ্গল–চার্চিল ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।