আমাদের সম্বন্ধে


জীবিকা দিশারীর শুরু রাইস গ্রুপের মাসিক ইন-হাউস ম্যাগাজিনের আকারে, তারপর বাণিজ্যিক ভাবে সাপ্তাহিক ট্যাবলয়েড চেহারায় যাত্রা শুরু ৭ বছর আগে, ২০১০-এর ডিসেম্বরে। অল্প সময়ের মধ্যে পাঠকমহলে যে ব্যাপক জনপ্রিয়তা পায় এমন নজির বাংলা পত্র-পত্রিকার জগতে বিরল। কিন্তু সময় ও প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, নিত্যনতুন খবর যে হারে বাড়ছে তার সঙ্গে পাল্লা দেওয়া মুদ্রিত সাময়িক পত্রিকার পক্ষে সম্ভব নয়। পত্র-পত্রিকা জগতও তাই আশ্রয় নিচ্ছে নেট-সংস্করণে, নতুন খবর পাওয়া মাত্র ঘটছে আপডেট। পৃথিবীর যে-কোনো জায়গা থেকে যে-কোনো সময়ে যে-কোনো অবস্থায় সেই খবর পড়ে নেওয়া যায়, এমনকি হাতের মুঠোয় মোবাইলেই।  বাজারে যেতে হবে না, হকারকে বলতে হবে না, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। জীবিকা দিশারীর পাঠকদের জন্যও এনে দেওয়া হল যুগোপযোগী সেই সুবিধা। এধরনের পত্রিকার লাইভ পোর্টাল এই প্রথম। চাকরি, কোর্স, পরীক্ষার সূচি বা ফল ঘোষণা নতুন কোনো খবর থাকলেই অনতিবিলম্বে উঠে আসবে জীবিকা দিশারী পোর্টালে। চাকরির আবেদনও করা যাবে খবরের লিঙ্কে ক্লিক করে সরাসরি। পাশাপাশি জীবিকা দিশারীর সব নিয়মিত বিভাগ, প্রস্তুতিসহায়ক আলোচনা, প্রাসঙ্গিক তথ্য-তত্ত্ব নানা যোগাযোগের অজস্র ঠিকানা- নম্বর, কৃতী-বিশেষজ্ঞদের পরামর্শ এসব তো থাকছেই। ফলে পাঠক পাচ্ছেন আরও অনেক পরিষেবা, আরও দ্রুত। কোথাও কোনো জরুরি খবর তৈরি হওয়া মাত্র পাঠকের হাতে পৌঁছে দিতে সদা তৎপর থাকছে রাইস গ্রুপের টিম জীবিকা দিশারী