অটলবিহারী বাজপেয়ী সম্বন্ধে নানা জানা-অজানা তথ্য

1199
0

  • ১৯২৪ সালে ২৫ ডিসেম্বর গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন ভারতের প্রাক্তন প্রধামন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। মৃত্যু ১৬ আগস্ট ২০১৮।
  • অটলবিহারী বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা সংঘের প্রতিষ্ঠাতা-সদস্য। এই দল পরবর্তীকালে জনপ্রিয় হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে। তিনি প্রথম ১৯৭৭-৭৯ সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে প্রথম ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন, এরপর ১৯৯৮-৯৯ সালে দ্বিতীয়বার এবং ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত এনডিএ সরকারের পুরো সময়কালীন প্রধানমন্ত্রী।
  • তাঁর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে রয়েছে “ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট “, “প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনা ” ইত্যাদি।
  • ২০১৫ সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান “ভারত রত্ন” পুরস্কারে ভূষিত হন বাজপেয়ী।
  • ভারত রত্ন ছাড়াও তিনি ১৯৯২ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।
  • বাজপেয়ীর পিতা কৃষ্ণবিহারী বাজপেয়ী ছিলেন কবি এবং স্কুলশিক্ষক। বাজপেয়ী গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে হিন্দি, ইংরেজি ও সংস্কৃতিতে স্নাতক এবং কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
  • ১৯৪২ সালে “ভারত ছাড়ো আন্দোলন”-এর সময় ২৩ দিনের জন্য জেলবন্দি হয়েছিলেন।
  • পরবর্তীকালে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন।
  • বিদেশমন্ত্রী থাকাকালীন প্রথম ভারতীয় হিসাবে ইউনাইটেড নেশন্স-এর জেনারেল অ্যাসেম্বলিতে হিন্দি ভাষায় বক্তব্য পেশ করেন। বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন জাতীয় স্তরে সবথেকে উল্লেখযোগ্য দুটি ঘটনা হল:
  • কার্গিল যুদ্ধে ভারতের বিজয়।
  • ১৯৯৯ সালে Indian Airlines flight IC 814 হাইজ্যাক করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়, মাসুদ আজহার সহ কিছু তালিবানি জঙ্গি মুক্তির দাবি করা হয়েছিল। অত্যন্ত চাপের মধ্যে থেকে ফেরানো হয় ওই বিমানের যাত্রীদের।
  • বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর আমাদের দেশে “ন্যাশনাল গুড গভর্ন্যান্স ডে” হিসাবে পালিত হয়।