অনগ্রসর শ্রেণি ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রাবাসের আবেদন গ্রহণ শুরু

1056
0
Youth Hostel

রাজ্যের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি হোস্টেলে থেকে পড়াশুনার সুযোগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন অধিকার বিভাগের উদ্যোগে কলকাতায় স্নাতক স্তরে বিভিন্ন কোর্স পাঠরত তপশিলী জাতি/উপজাতি সম্পদ্রায়ের ছাত্র-ছাত্রীদের হোস্টেলে থাকতে চাইলে আবেদন করতে পারেন।।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি সরকারি ছাত্রাবাসের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মূলত ১) সেন্ট ডেভিড কেন্দ্রীয় ছাত্রাবাস, ২) সিধু কানু ছাত্রাবাস, ৩) রানী রাসমণি ছাত্রাবাস, ৪) বিধানগর ছাত্রবাস এই চারটি ছাত্রাবাস অফিসে যোগাযোগ করে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবেদন নেওয়া হবে ২০ জুন, থেকে ৩১ জুলাই, ২০১৯ পর্যন্ত।

আবেদন পত্র ডাউনলোড করা যাবে: www.anagrasarkalyan.gov.in