অবসরপ্রাপ্তদের জন্য ডেটা এন্ট্রির চাকরি

944
0
data entry operator recruitment

মুর্শিদাবাদ জেলায় চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  বিজ্ঞপ্তি নম্বর – 33/2018Estt

যোগ্যতা: ট্রেজারিতে কাজের অভিজ্ঞতা ছাড়াও  কম্পিউটার অ্যাপ্লিকেশন/ডেটা এন্ট্রি/ডেটা প্রসেসিং-এ জ্ঞান থাকা দরকার। ইংলিশ ড্রাফটিং-এর কাজ জানা থাকা দরকার।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর।

আবেদন পদ্ধতি: আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্রের সঙ্গে ট্রেজারিতে কাজের অভিজ্ঞতার নথির কপি, কম্পিউটার নলেজের কপি দিতে হবে।

আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন নিচের লিঙ্কে, দেখে নিয়ে তবে আবেদন করবেন। পূরণ করা আবেদন পাঠানোর ঠিকানা: Office of the District Magistrate & Collector, Murshidabad, Cantonment Road, PO & PS- Berhampore, Dist – Murshidabad, PIN- 742101.

আবেদন পত্রের ফর্ম পাওয়ার লিঙ্ক: file:///Z:/JIBIKA%20DISHARI/2018/Webportal/August%202018/11.08.2018/Raw/Debdip/Murshidabad%20recruitment.pdf