অসামরিক প্রতিরক্ষায় স্টাফ অফিসার-কাম-ইনস্ট্রাক্টর নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা

713
0
Folafal Final Pic

রাজ্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরে স্টাফ অফিসার-কাম-ইনস্ট্রাক্টর নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী ২৯ মার্চ রবিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, অন্য কোনোভাবে তা পাওয়া যেবে না। আগামী ১৪ মার্চ থেকে ডাউনলোড করা যাবে নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে, রাজ্য পুলিশের ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে (যথাক্রমে www.wbpolice.gov.inhttp://wbdmd.gov.in/Civil_Defence/CD_Default.aspx)। প্রার্থীদের এসএমএস করেও তা জানানো হচ্ছে। পরীক্ষাকক্ষে অ্যাটেন্ডেন্স রোলের ফর্ম কীভাবে পূরণ করবেন সেবিষয়ে হাত পাকাবার জন্য নমুনা পাবেন এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/Attendance_SOI.pdf

একইভাবে উত্তরপত্র বা ওএমআর শিট পুরণের নমুনা পাবেন এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/OMR_SOI.pdf

রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদের এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/EnglishNotice_SOI.pdf