আইটিবিপিতে ২০ ভেটেরিনারি ড্রেসার

825
0
itbp-picture

ইন্দো টিবেটান বর্ডার পুলিশে ২০ জন হেড কনস্টেবল (ড্রেসার ভেটেরিনারি) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পুরুষদের শূন্যপদ ১৭ (অসংরক্ষিত ১৬, তপশিলি জাতি ১)। মহিলাদের শূন্যপদ ৩ (অসংরক্ষিত)।

বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী মূল বেতন ২৫৫০০-৮১১০০ টাকা। অন্যান্য ভাতাও আছে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। আবেদনের সময় কোনো সমস্যা হলে সাহায্য চাইতে পারেন এই আইটিবিপি রিক্রুটমেন্ট হেল্পলাইন নম্বরে ফোন করে: ০১১ ২৪৩৫৯৪৮২ এবং ০১১২৪৩৬৯৪৮৩। http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_21_1819b.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.itbpolice.nic.in এবং  www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে।