আইডিবিআই ব্যাঙ্কে ৪০ ম্যানেজার

848
0
idbi bank assistant manager recruitment 2023

আইডিবিআই ব্যাঙ্কে ৪০ জন ডেপুটি জেনারেল ম্যানেজার (গ্রেড ডি), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (গ্রেড সি) ও ম্যানেজার (গ্রেড বি) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৫/২০১৮-১৯। যে-কোনো একটি পদের জন্য আবেদন করা যাবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ডেপুটি জেনারেল ম্যানেজার: ৩ (অসংরক্ষিত)। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)। ম্যানেজার: ৩২ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক দিয়ে দুর্বলতর শ্রেণি ১)।

বয়সসীমা: ১ মার্চ ২০১৯ তারিখের হিসেবে ডেপুটি জেনারেল ম্যানেজারের বয়স হতে হবে ৩৫-৪৫ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের ২৮-৩৬ বছরের মধ্যে। ম্যানেজার পদের জন্য বয়সসীমা ২৫-৩৫। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ডেপুটি জেনারেল ম্যানেজার: যে কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট (কমার্স থাকলে অগ্রাধিকার) ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যে-কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বাঞ্ছনীয়। এমবিএ, আইসিডব্লুএ থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: যে-কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট (কমার্স থাকলে অগ্রাধিকার) ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যে-কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বাঞ্ছনীয়। এমবিএ, আইসিডব্লুএ থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ম্যানেজার: ১) ম্যানেজার এফএডি/ ট্যাক্সেশন: যে-কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট (কমার্স থাকলে অগ্রাধিকার) ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যে-কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন বাঞ্ছনীয়। এমবিএ, আইসিডব্লুএ থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত চার বছরের অভিজ্ঞতা।

২) ম্যানেজার ট্রেজারি: যে-কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এমবিএ/ সিএফএ/ ট্রেজারিতে ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী প্রফেশনালরা অগ্রাধিকার পাবেন। ট্রেজারিতে দু বছরের অভিজ্ঞতা।

৩) ম্যানেজাররিস্ক ম্যানেজমেন্ট: যে-কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট ডিগ্রি সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এমবিএ (ফিনান্স)/ আইসিডব্লুএ/ সিএফএ/ এমএ (ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স)/ সিএআইআইবি/ ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজার বা অন্য কোনো স্পেশ্যালাইজড রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

৪) ম্যানেজার কর্পোরেট ব্যাঙ্কিং: যে-কোনো শাখায় প্রথম শ্রেণির গ্র্যাজুয়েট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আইসিডব্লুএ/ দু বছরের পূর্ণ সময়ের এমবিএ থাকলে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে।

বেতনক্রম: ডেপুটি জেনারেল ম্যানেজার: ৩৩৬০০-৫৩৯০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: ৪২০২০-৫১৪৯০ টাকা। ম্যানেজার: ৩১৭০৫-৪৫৯৫০ টাকা।

আবেদনের ফি: ৭০০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতিদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যায়। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.idbi.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৮ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত।