আইবিপিএসের পিও মেইন পরীক্ষার কললেটার ডাউনলোড

754
0
Folafal Final Pic

আইবিপিএস-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের (বিজ্ঞপ্তি নং CRP PO/MT-VIII) মেইন পরীক্ষার কললেটার ডাউনলোড করা যাচ্ছে।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে, রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে লগ-ইন করে।

কী ভাবে ডাউনলোড করবেন, কোনো সমস্যা হলে কী করবেন তা জানানো আছে ওই ওয়েব পেজেই।

ডাউনলোড করতে পারবেন এই পেজলিঙ্ক থেকে: http://ibps.sifyitest.com/ibpsot8aug18/clomea_nov18/login.php?appid=a2e75559b752045a93d036b32dd33f0a

প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরনোর খবর আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=8392)।