আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি আন্সার-কি

1938
0
practiceset-picture

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আইসিডিএস সুপারভাইজার (কেবল মহিলা) নিয়োগের (বিজ্ঞপ্তি নং ৮/২০১৯) প্রিলিমিনারি পরীক্ষার আন্সার-কি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা হয়েছিল গত ১ সেপ্টেম্বর। আন্সার-কিতে কোনো ভুল আছে মনে হলে তা কমিশনকে জানাতে পারেন আগামী ৯-১৬ সেপ্টেম্বরের মধ্যে। কোয়েশ্চেন বুকলেট সিরিজ নং ও প্রশ্নের সিরিয়াল নং উল্লেখ করে অসঙ্গতি জানাতে পারবেন। আন্সার-কি সহ পিএসসির এই বিজ্ঞপ্তি (No. 647 -PSC/Con(Q) Date: 3rd Sept., 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2712327