আপার প্রাইমারির ভেরিফিকেশনের ইন্টিমেশন লেটার ডাউনলোড আজ থেকে

1411
0
Computer course admission

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার আজ, শুক্রবার থেকে ডাউনলোড করা যাবে।

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তৃতীয় দফার ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার সহ অন্যান্য তথ্য আপলোড করে দেওয়া হবে। প্রার্থীদের নিজের ১৬ ডিজিট অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অব বার্থ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেওয়া যাবে। লিঙ্ক চালু হবে শুক্রবার সন্ধে থেকে। ভেরিফিকেশন  করা হবে– New Premises of the Commission, DK – 7/2, Salt Lake, Sector – II, Kolkata – 91 (Beside Anandalok Hosiptal, Karunamoyee) ঠিকানায়।

প্রাথীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে।  ভেরিফিকেশন শুরু হবে আগামী ৪ জুন থেকে।

ইন্টিমেশন লেটার ডাউনলোড ও প্রাসঙ্গিক বিশদ তথ্যের লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/