আপার প্রাইমারি : মামলাকারীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশনের তারিখ পিছল

1143
0
ssc, ssc tet, ssc Upper Primary Tet, Upper Primary Result

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারি স্তরে মামলাকারীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশনের তারিখ পরিবর্তন করা হল। পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী হাইকোর্টের নির্দেশানুযায়ী মামলাকারী প্রার্থীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশনের তারিখ দেওয়া হয়েছিল, ১৪ ও ১৬ আগস্ট, ২০১৯। সেই তারিখ পরিবর্তন করে করা হয়েছে আগামী ১৬ ও ১৮ আগস্ট, ২০১৯। ডক্যুমেন্ট ভেরিফিকেশন করা হবে স্কুল সার্ভিস কমিশন অফিসেই। প্রাথীরা ভেরিফিকেশন সিডিউল চেক করে নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট দেখে নিতে পারেন।