আরআরসি গ্রুপ ডি পদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস

905
0
Rail, Railway Job, Railway Para-medical Job

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2019-এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আবেদন গ্রাহ্য হয়েছে কি না তা জানার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ/ট্র্যাক মেন্টেনার পদের জন্য ১২ এপ্রিল ২০১৯ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। ২৫ জুলাই, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে যে সব প্রার্থীরা আবেদন করেছেন, তাঁরা আরআরবির ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

২৫ জুলাই, ২০১৯ থেকে ৩১ জুলাই, ২০১৯ পর্যন্ত স্ট্যাটাস চেক করার সময় রয়েছে। আবেদনকারীরা ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অব বার্থ দিয়ে স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

যে প্রার্থীদের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে, তাঁদের সংশ্লিষ্ট মোবাইল, ই-মেল আইডিতে জানিয়ে দেওয়া হবে।

স্ট্যাটাস চেক করার লিঙ্ক: https://rrb4.rly-rect-appn.in/application_status/

 

 

 

RRC, RRC Group D, RRC Application