আরপিএফের পরীক্ষার আন্সারশিট দেখে নিন

893
0
Folafal Final New

রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে স্পেশ্যাল প্রটেকশন ফোর্সে কনস্টেবল নিয়োগ পরীক্ষার আন্সারশিট আপলোড করা হয়েছে।

https://si.rpfonlinereg.org/viewanswersheet.html লিঙ্কে ক্লিক করে নিজের রেলের গ্রুপ (এ, বি, সি, ডি— যেমন পূর্ব, পূর্ব-মধ্য, দক্ষিণ-পূর্ব ও পূর্বোপকূল রেলের জন্য ‘সি’ গ্রুপ)-এর লিঙ্কে ক্লিক করে রোলনম্বর, জন্মতারিখ, পরীক্ষার তারিখ, ব্যাচ নির্দেশ করে সঙ্গে দেওয়া কোড টুকে দিয়ে সাবমিট করলে পাওয়া যাবে সংশ্লিষ্ট আন্সারশিট।