আরপিএফে কনস্টেবল/এসআই পদের ৭১,৮০৩ আবেদন বাতিল: কারণ কী-কী

864
0
RPF Constable Recruitment 2024

রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ৮৬১৯ জন কনস্টেবল ও ১১২০ জন সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য (EMPLOYMENT NOTIFICATION NO : 01/2016) যাঁরা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন তাঁদের রোল নম্বর জেনে নিতে পারেন সেখবর আমরা জানিয়েছি গত ১৬ নভেম্বর (https://jibikadishari.co.in/?p=8592)।

বৈধ বলে গৃহীত হয়েছে ১২,৯০,৭৭১ জনের আবেদন (অফলাইনে ২,৫৯০ এবং অনলাইনে ১২,৮৮,১৮১)। নানা কারণে বাতিল হয়েছে ৭১,৮০৩ জনের আবেদন (অফলাইনে ১৭,০৫০ এবং অনলাইনে ৫৪,৭৫৩)।

যাঁদের আবেদন বাতিল হয়েছে তাঁদের ক্ষেত্রে কারণগুলি হল এর এক বা একাধিক:

১. অফলাইন আবেদন কিন্তু নির্ধারিত ফর্ম্যাটে (অ্যানেক্সার ‘এ’) করা হয়নি।

২. যথাযথ রঙিন ফটোগ্রাফ আপলোড/দরখাস্তে পেস্ট করা হয়নি।

৩. সই অসম্পূর্ণ বা দুষ্পাঠ্য। সই আপলোড করা হয়নি বা ক্যাপিটাল লেটারে বা ছাড়া-ছাড়া অক্ষরে সই করা হয়েছে। অফলাইন আবেদন অসম্পূর্ণ বা দুষ্পাঠ্য বা তাতে সই করা হয়েছে অসম্পূর্ণ ক্যাপিটাল লেটারে/ছাড়া-ছাড়া অক্ষরে।

৪. অফলাইন আবেদন পূরণ করা হয়েছে ইংরেজি/হিন্দি ছাড়া অন্য ভাষায়।

৫. বয়স কম বা বেশি।

৬. ডিক্ল্যারেশন প্যাসেজটি লিখে বা আপলোড করে দেওয়া হয়নি বা লেখা/আপলোড করা হয়েছে ইংরেজি/হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় বা ক্যাপিটাল লেটার/ছাড়া-ছাড়া অক্ষরে লিখে বা প্রার্থীর নিজের হাতে লেখা হয়নি।

৭. তপশিলি জাতি/উপজাতির প্রার্থী হয়েও নির্ধারিত বয়ানে কাস্ট সার্টিফিকেটের কপি আপলোড করা/সঙ্গে দেওয়া হয়নি।

৮. ওবিসি প্রার্থী হওয়া সত্ত্বেও নির্ধারিত বয়ানে (অ্যানেক্সার ‘সি’) সেলফ-ডিক্ল্যারেশন দেওয়া হয়নি।

৯. বাঁহাতের ও ডানহাতের বুড়ো আঙুলের ছাপ দেওয়া হয়নি/আপলোড করা হয়নি, অথবা সেই ছাপ আবছা/জেবড়ানো অথবা কেবল বাঁহাতের বা কেবল ডানহাতের বুড়ো আঙুলের ছাপ দেওয়া/আপলোড করা হয়েছে।

১০. ফটো দেওয়া হয়নি অথবা টুপি পরে/গগলস পরে তোলা, বিকৃত/ছোট আকারের/চেনা যায় না এমন/সাদা-কালো/পুরোনো ছবি।

১১. আবেদন করার তারিখে নির্ধারিত যোগ্যতামান সম্পূর্ণ না হওয়া।

১২. জন্মতারিখের ঘর পূরণ করা হয়নি বা ভুলভাবে করা হয়েছে।

১৩. একের বেশি অফলাইন আবেদন জমা দেওয়া বা অফলাইন আবেদনের পাশাপাশি এক বা একাধিক অনলাইন আবেদন করা।

১৪. ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এমন বোর্ডের থেকে দেওয়া হয়েছে যে বোর্ড কেন্দ্রীয় সরকারের স্বীকৃত নয়।

১৫. আবেদনপত্রে কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে।

১৬. অন্য কোনো নির্দেশ/প্রয়োজনীয় শর্ত পূরণ না করা।

১৭. এমন কোনো অনিয়ম যার ফলে রিক্রুটমেন্ট কমিটির বিচারে আবেদনপত্র বাতিল গলে গণ্য হতে পারে।

১৮. অফলাইন আবেদন, কিন্তু জমা পড়েছে নির্ধারিত শেষ তারিখের পর।

১৯. অফলাইন আবেদন, কিন্তু সঙ্গে নিজের টিকানা লেখা ও ডাকমাসুলযুক্ত খাম দেওয়া হয়নি।

২০. অফলাইন আবেদন, কিন্তু বাড়তি দুটো ফটো দেওয়া হয়নি।

২১. প্রাক্তন সমরকর্মী, কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটের তারিখ আবেদনের তারিখের পরে যেন না হয়।

এইসব তথ্য জানানো হয়েছে আরপিএফের এই লিঙ্কে: https://rpfonlinereg.co.in/en012016.html