আরপিএফে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নসেট

472
0
WEJEE 2024 Registration

ভারতীয় রেলে সারা দেশের জোনগুলির জন্য নিরাপত্তা রক্ষীবাহিনী ও রেলওয়ে বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীতে ৮৬১৯ জন পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে।

অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (৫০ নম্বর), অ্যারিথমেটিক (৩৫ নম্বর) ও জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (৩৫ নম্বর)। মোট ১২০টি প্রশ্ন থাকবে, সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। এক-একটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর করে কাটা হবে।

যে সমস্ত ভাষায় পরীক্ষা দেওয়া যাবে সেগুলি হল: (১) হিন্দি (২) ইংরেজি (৩) উর্দু (৪) তামিল (৫) তেলুগু (৬) কোঙ্কনি (৭) মালায়ালম (৮) কন্নড় (৯) মারাঠি (১০) গুজরাটি (১১) বাংলা (১২) ওড়িয়া (১৩) অসমিয়া (১৪) মণিপুরী (১৫) পাঞ্জাবি।

আরপিএফে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক: RPF Constable_Set 1