আর্মি হাসপাতালে ৩০০ পুরুষ-মহিলা ডাক্তার নিয়োগ

2847
0
medical officer recruitment
Doctor in front of a bright background

আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের অধীন দিল্লি ক্যান্টনমেন্ট আর্মি হাসপাতালে (আরঅ্যান্ডআর) ৩০০ জন ডাক্তার নিগোর করা হবে শর্ট সার্ভিস কমিশনে, ইন্টারভিউয়ের মাধ্যমে৷

শূনপদ: ৩০০ (২৭০ পুরুষ, ৩০ মহিলা)৷

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৫ বছরের কম৷

যোগ্যতা: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট (১৯৫৬) অনুযায়ী ফার্স্ট/ সেকেন্ড শিডিউল বা থার্ড শিডিউলের পার্ট টু যোগ্যতা এবং মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া বা যে-কোনো রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ প্রথম বা দ্বিতীয় সুযোগেই এমবিবিএস পাশ করে থাকতে হবে৷ স্টেট মেডিকেল কাউন্সিল/ এমসিআই/ এনবিই থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন৷ যে প্রার্থীরা ৩০ জুন ২০২০ তারিখ বা তার আগে ইন্টার্নশিপ শেষ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন৷

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ৩০ আগস্ট আর্মি হাসপাতাল (আরঅ্যান্ডআর), দিল্লি ক্যান্টনমেন্টে৷ ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও চার কপি প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে৷

আবেদনের ফি: ২০০ টাকা৷ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: www.amcsscentry.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত৷ http://www.amcsscentry.gov.in/uploads/not/Advt_2019_for_website-converted.pdf  লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল