Site icon জীবিকা দিশারী

ইউনিয়ন ব্যাঙ্কে ১০০ স্পেশ্যালিস্ট অফিসার

ubi-picture

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ১০০ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ০১: ফোরেক্স অফিসার (স্কেল/গ্রেড টু): শূন্যপদ ৫০ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৪)। পোস্ট কোড ০২: ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার (স্কেল/গ্রেড টু): শূন্যপদ ৫০ (অসংরক্ষিত ২৬, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৩)।

বেতনক্রম: ৩১,৭০৫-৪৫,৯৫০ টাকা।

বয়সসীমা: ফোরেক্স অফিসার পদের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০১৭ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩-৩২ বছরের মধ্যে। ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার পদের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০১৭ তারিখের হিসেবে ২৩-৩৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ফোরেক্স অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। সঙ্গে আইআইবিএফ থেকে ফরেন এক্সচেঞ্জে সর্টিফিকেট কোর্স। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর পাবলিক/ প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে ফরেন ট্রেড ফিনান্স অপারেশনে অন্তত দু বছরের অভিজ্ঞতা।এমবিএ/ ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ বিজনেস ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে ফিনান্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ কমার্সে স্পেশ্যালাইজেশন সহ গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। কম্পিউটার অপারেশন, ওয়ার্ড প্রসেসিং/ কম্পিউটিং স্কিল যেমন এম এস এক্সেল-এর জ্ঞান থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর কোনো পাবলিক/ প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে/ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে ফ্রন্ট/ ব্যাক অফিস ট্রেজারিতে অফিসার ক্যাডার হিসাবে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা।

কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ বোর্ড থেকে এমবিএ/ ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ডিসেম্বর ২০১৭ তারিখের হিসেবে। দুটি পদের ক্ষেত্রে দু বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা/ গ্রুপ ডিসকাশন এবং/অথবা পার্সোনাল ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, পোস্ট রিলেটেড পার্সোনাল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মোট ২০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। নম্বর ২০০। সময় দু ঘণ্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রুপ ডিসকাশন এবং/অথবা ইন্টারিভউয়ের জন্য ডাকা হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.unionbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনে করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় তা নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে। ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল, মাপ ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে। ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল, মাপ ১০-২০ কেবির মধ্যে। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত।

 

 

 

Exit mobile version