ইউপিএসসির অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

681
1
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালিত ২০১৭-র সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্টস) এগজামিনেশনের চূড়ান্ত ফল বেরিয়েছে। এই পরীক্ষা থেকে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (গ্রুপ-এ) পদে নিয়োগ হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও সশস্ত্র সীমা বলে। নিয়োগের জন্য সফল ঘোষিত হয়েছেন মোট ১৭০ জন। লিখিত পরীক্ষা হয়েছিল ২৩-৭-২০১৭ তারিখে, সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্ট হয়েছিল গত ৭ মে থেকে ১৭ মে পর্যন্ত। পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের তালিকা ১৫ দিনের মধ্যে ইউপিএসসির ওয়েবসাইটে আপলোড হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্ত সফল প্রার্থীদের মেধাতালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

http://www.upsc.gov.in/sites/default/files/FR_CAPF2017_Eng.pdf