ইউপিএসসির কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট লিখিত পরীক্ষার ফল

909
0
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট এগজ্যামের যে লিখিত পরীক্ষা গত জুন-জুলাইয়ে হয়েছিল তার ফল বেরিয়েছে। সফল প্রার্থীরা ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্টের ঞ্জন্য নির্বাচিত হয়েছেন। তার জন্য আবার আবেদন করতে হবে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম (ডিএএফ)-এ। ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্টের তারিখ পরে জানানো হবে। ডিএএফ পাওয়া যাবে ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সন্ধে ৬টা পর্যন্ত, এই লিঙ্কে: www.upsconline.nic.in. ওই সাইটে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপর ওই ফর্ম অনলাইনেই পূরণ করে অনলাইনেই সাবমিট করতে হবে। ফর্ম পূরণের নিয়ম-নির্দেশ ওই সাইটেই পাবেন।

লিখিত পরীক্ষার ফল দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR-Geol-2018-Engl-F.pdf

পরীক্ষা/ফলাফল সংক্রান্ত কোনো তথ্য/ব্যাখ্যা দরকার হলে কাজের দিনগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে যোগাযোগ করতে পারেন ফেসিলিটেশন কাউন্টারে। ফোনে যোগাযোগের জন্য নম্বর: (011)-23385271/23381125/23098543