ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল

677
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। সফল হয়েছেন ৮৮ জন। পরীক্ষা হয়েছিল গত ডিসেম্বরে, ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্ট গত ফেব্রুয়ারিতে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর এই ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে (www.upsc.gov.in) আপলোড হবার সম্ভাবনা আছে। কোনো রকম ব্যাখ্যা/প্রশ্ন থাকলে কাজের দিনগুলিতে অফিসের সময়ে ফোন করতে পারেন, এই নম্বরে: 011-23385271 বা 011-23381125.

চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা সহ কমিশনের ৪ মার্চের এই প্রেসনোট দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/FR-IFSM-19-Engl-04032020.pdf