ইউপিএসসির সিভিল সার্ভিসে আরও ৬৬ জনের মেধাতালিকা

1281
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউপিএসসির ২০১৭-র সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার ফল গত এপ্রিল মাসেই বেরিয়ে গেছে। মোট ৯৯০ জনের তালিকা বেরিয়েছে গ্রুপ-এ ও গ্রুপ বি-তে নিয়োগের সুপারিশ করে। মোট শূন্যপদ ছিল ১০৫৮টি। এখন আরও ৬৬ জনের একটি রিজার্ভ লিস্ট প্রকাশ করা হল মেধামান অনুযায়ী। নিয়োগের জন্য সুপারিশ করা এই প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় পার্সোনেল অ্যান্ড ট্রেনিং দপ্তর থেকে সরাসরি যোগাযোগ করা হবে।

ইউপিএসসির এই বিজ্ঞপ্তি ও রিজার্ভ লিস্ট দেখা যাবে এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/RL-CSM-2017-Engl.pdf