ইউপিএসসির ২০১৮-র এনডিএ অ্যান্ড এনএ (২) পরীক্ষার সফলদের পাওয়া নম্বরতালিকা

662
0
UPSC Exam Calendar

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র এনডিএ অ্যান্ড এনএ (২) পরীক্ষার চূড়ান্ত ফল ইতিমধ্যে বেরিয়ে গেছে (https://jibikadishari.co.in/?p=10960), এবার আপলোড করা হল সফল প্রার্থীদের পাওয়া নম্বর (লিখিত পরীক্ষার ৯০০ নম্বরের মধ্যে ও এসএসবির পরীক্ষার ৯০০-র মধ্যে কে কত পেয়েছেন তা জানানো হয়েছে। দেখা যাবে এই লিঙ্কে: https://upsc.gov.in/sites/default/files/NDAII_2018_FQ_MksRecdCndts.pdf