ইউপিএসসি সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষাসূচি

701
0
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র সিভিল সার্ভিস (মেইন) এগজামের সূচি ঘোষিত হয়েছে।

পরীক্ষা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, শুক্রবার। দিনে দুটি করে সেশন: প্রথমার্ধ সকাল ৯টা-১২টা, দ্বিতীয়ার্ধ বেলা ২টো-৫টা।

প্রথম দিন ২৮ সেপ্টেম্বর, শুক্রবার অবশ্য শুধু একবেলার পরীক্ষা, সকালে পেপার-ওয়ান, এসে রাইটিং বিষয়ে।

২৯ সেপ্টেম্বর শনিবার সকালে পেপার-টু জেনারেল স্টাডিজ-ওয়ান, দ্বিতীয়ার্ধে পেপার-থ্রি জেনারেল স্টাডিজ-টু।

৩০ সেপ্টেম্বর রবিবার সকালে পেপার-ফোর জেনারেল স্টাডিজ-থ্রি, দ্বিতীয়ার্ধে পেপার-ফাইভ জেনারেল স্টাডিজ-ফোর।

৬ অক্টোবর শনিবার সকালে পেপার-এ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ (বাংলা/ সাঁওতালি/ নেপালি/ সংস্কৃত/ হিন্দি/ উর্দু/ মৈথিলি/ অহমিয়া/ বোড়ো/ দোগরি/ ওড়িয়া/ মণিপুরী/ গুজরাটি/ মারাঠি/ কন্নর/ কাশ্মীরি/ কোঙ্কনি/ মালয়ালম /তামিল/ তেলুগু/ সিন্ধি/ পাঞ্জাবী), দ্বিতীয়ার্ধে পেপার-বি ইংলিশ।

৭ অক্টোবর রবিবার প্রথমার্ধে পেপার-সিক্স অপশনাল পেপার-ওয়ান (এগ্রিকালচার/ অ্যানিমাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স/ অ্যান্থ্রোপলজি/ বটানি/ কেমিস্ট্রি/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ কমার্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি/ ইকোনমিক্স/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ জিওগ্রাফি/ জিওলজি/ হিস্ট্রি/ ল/ ম্যানেজমেন্ট/ ম্যাথমেটিক্স/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেডিক্যাল সায়েন্স/ ফিলোসফি/ ফিজিক্স/ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স/ সাইকোলজি/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ সোশিওলজি/ স্ট্যাটিস্টিক্স/ জুলজি/ লিটারেচার— এগুলির য-কোনো একটি থেকে: (বাংলা/ সাঁওতালি/ নেপালি/ সংস্কৃত/ হিন্দি/ উর্দু/ মৈথিলি/ অহমিয়া/ বোড়ো/ দোগরি/ ওড়িয়া/ মণিপুরী/ গুজরাটি/ মারাঠি/ কন্নর/ কাশ্মীরি/ কোঙ্কনি/ মালয়ালম /তামিল/ তেলুগু/ সিন্ধি/ পাঞ্জাবী/ ইংলিশ)। দ্বিতীয়ার্ধে পেপার-সেভেন অপশনাল পেপার-টু (এগ্রিকালচার/ অ্যানিমাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স/ অ্যান্থ্রোপলজি/ বটানি/ কেমিস্ট্রি/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ কমার্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি/ ইকোনমিক্স/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ জিওগ্রাফি/ জিওলজি/ হিস্ট্রি/ ল/ ম্যানেজমেন্ট/ ম্যাথমেটিক্স/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেডিক্যাল সায়েন্স/ ফিলোসফি/ ফিজিক্স/ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স/ সাইকোলজি/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ সোশিওলজি/ স্ট্যাটিস্টিক্স/ জুলজি/ লিটারেচার— এগুলির য-কোনো একটি থেকে: (বাংলা/ সাঁওতালি/ নেপালি/ সংস্কৃত/ হিন্দি/ উর্দু/ মৈথিলি/ অহমিয়া/ বোড়ো/ দোগরি/ ওড়িয়া/ মণিপুরী/ গুজরাটি/ মারাঠি/ কন্নর/ কাশ্মীরি/ কোঙ্কনি/ মালয়ালম /তামিল/ তেলুগু/ সিন্ধি/ পাঞ্জাবী/ ইংলিশ)।

পরীক্ষাসূচি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

http://www.upsc.gov.in/sites/default/files/TT-CSME-2018-Engl.pdf