ইন্টেলিজেন্স ব্যুরোর এসিআইও-টু/এগজিঃ চূড়ান্ত ফল বেরোল

743
0
Folafal Final Pic

কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের ইন্টেলিজেন্স ব্যুরোয় এসিআইও (অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার)-টু/এগজিঃ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। এই নিয়োগের জন্য প্রথমে অবজেক্টিভ টাইপের টিয়ার-ওয়ান পরীক্ষা হয় ১৫-১০-২০১৭ তারিখে, তারপর উত্তীর্ণ প্রার্থীদের সাবজেক্টিভ টাইপের পরীক্ষা ২৫-২-২০১৮ তারিখে এবং ইন্টারভিউ গত ২৮ মে থেকে ১৯ জুন পর্যন্ত। মোট শূন্যপদ ১৩০০।

চূড়ান্ত ফল দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://mha.gov.in/sites/default/files/acio2finalresult_26062018.pdf