ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে ১৮ মাসের ডিপ্লোমা কোর্স করাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টাল স্টাডিজ। নিচের যোগ্যতার প্রার্থীরা সরাসরি বা কোনো শিল্পসংস্থার স্পন্সর্ড হয়ে এই কোর্স পড়তে পারেন। ক্লাস হবে সপ্তাহে ৪ দিন, সন্ধে ৬টা থেকে রাত ৯টা, তবে ফ্যাক্টরি ভিজিট ও লেবরেটরি ক্লাস হবে দিনের বেলায়।
যোগ্যতা: আবেদনের জন্য যোগ্যতা দরকার অন্তত ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ। যে-কোনো শাখায় বিই/বিটেক, বা বিআর্ক/বিফার্ম, যে-কোনো শাখায় (ইনফর্মেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ছাড়া) স্বীকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে বা জুনিয়র সেফটি অফিসার পদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষদের অনুমোদিত কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।আর্টস ও কমার্স শাখায় পড়ে থাকলে আবেদন করা যাবে না।চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। আসনসংখ্যা মোট ৩০।
খরচ: প্রতিটি ৬ মাসের ৩টি সেমেস্টারে ভাগ করে পড়ানো হবে, মোট ফি ৫০,০০০ টাকা। জিএসটি এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরীক্ষার ফি-ও আছে। কোর্স ফি দেওয়া যাবে ভর্তির সময় ৩০.০০০ ও দ্বিতীয় সেমেস্টার শুরুর সময় বাকিটা। শিল্পসংস্থার স্পন্সর্ড প্রার্থীদের জন্য মোট ফি ৬০,০০০ টাকা, পুরোটাই দিতে হবে ভর্তির সময়।
প্রার্থী বাছাই: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৩১ জানুয়ারি ২০১৮। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে।
আবেদন পদ্ধতি: আবেদনের ফর্ম পাবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jaduniv.edu.in)। কাউন্টার থেকে পাওয়া যাবে না। ফর্ম ডাউনলোড করে পূরণ করা ফর্ম জমা দিয়ে আসতে পারেন বা ডাকে পাঠাতে পারেন এই ঠিকানায়: THE DIRECTOR, SCHOOL OF ENVIRONMENTAL STUDIES, JADAVPUR UNIVERSITY, KOLKATA 700 032. আবেদন গ্রহণ করা হবে ১৯ জানুয়ারি ২০১৮ পর্যন্ত, সোম-শুক্র কাজের দিনগুলোয়, বেলা ১২টা থেকে বিকেল ৫টা। পূরণ করা আবেদনের সঙ্গে দিতে হবে মার্কশিট ও সার্টিফিকেট সমূহের প্রত্যয়িত জেরক্স আর অ্যাপ্লিকেশন ফি হিসাবে কলকাতায় ভাঙানোর যোগ্য ১০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট, রেজিস্ট্রারস যাদবপুর ইউনিভার্সিটি-র অনুকূলে।
আরও জানতে চাইলে খোঁজ করতে পারেন ওপরের ওয়েবসাইটে।