ইন্ডিয়ান অয়েলে সারা দেশের ইউনিটগুলিতে ৪৬৬ অ্যাপ্রেন্টিস নিয়োগ

994
0
haldia refinery recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ৪৬৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

রিফাইনারি অনুযায়ী শূন্যপদ: পোস্ট কোড ১০১: ট্রেড অ্যাপ্রেন্টিস/ অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) কেমিক্যাল: ৮৯ (গুয়াহাটি ৭, বারাউনি ১৫, গুজরাট ৭, মথুরা ৮, পানিপত ২৬, ডিগবয় ১১, বঙ্গাইগাঁও ৮, পারাদ্বীপ ৭)। পোস্ট কোড ১০২: ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) মেকানিক্যাল: ৪৩ (গুজরাট ৭, মথুরা ২, পানিপত ৩২, বঙ্গাইগাঁও ১, পারাদ্বীপ ১)। পোস্ট কোড ১০৩: ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়েলার) মেকানিক্যাল: ৩০ (গুয়াহাটি ৪, বারাউনি ১, গুজরাট ১৬, মথুরা ৬, বঙ্গাইগাঁও ৩)। পোস্ট কোড ১০৪: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল: ৬৫ (গুয়াহাটি ৪, বারাউনি ১, গুজরাট ৪, হলদিয়া ১৫, মথুরা ৬, পানিপত ১৬, ডিগবয় ৩, বঙ্গাইগাঁও ৫, পারাদ্বীপ ১১)। পোস্ট কোড ১০৫: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল: ১৮ (গুয়াহাটি ৪, বারাউনি ৩, মথুরা ২, পানিপত ১, বঙ্গাইগাঁও ৪, পারাদ্বীপ ৪)। পোস্ট কোড ১০৬: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেক্ট্রিক্যাল: ৭৩ (গুয়াহাটি ২, বারাউনি ৩, গুজরাট ৫, মথুরা ৫, পানিপত ৪০, বঙ্গাইগাঁও ৩, পারাদ্বীপ ১৫)। পোস্ট কোড ১০৭: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন: ৪৭ (গুয়াহাটি ২, বারাউনি ৭, গুজরাট ৮, হলদিয়া ৩, মথুরা ২, পানিপত ১১, বঙ্গাইগাঁও ৪, পারাদ্বীপ ১০)। পোস্ট কোড ১০৮: ট্রেড অ্যাপ্রেন্টিস- সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৭৫ (গুয়াহাটি ১০, বারাউনি ৫, গুজরাট ১১, হলদিয়া ৯, মথুরা ১০, পানিপত ৭, ডিগবয় ১০, বঙ্গাইগাঁও ১০, পারাদ্বীপ ৩)। পোস্ট কোড ১০৯: ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট: ২৬ (গুয়াহাটি ২, বারাউনি ৩, গুজরাট ৩, হলদিয়া ৩, মথুরা ৩, পানিপত ৪, ডিগবয় ২, বঙ্গাইগাঁও ২, পারাদ্বীপ ৪)।

যোগ্যতা: পোস্ট কোড ১০১: তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। পোস্ট কোড ১০২: ম্যাট্রিকুলেশন সঙ্গে দু বছরের আইটিআই (ফিটার) কোর্স। পোস্ট কোড ১০৩: তিন বছরের বিএসসি (ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)। পোস্ট কোড ১০৪: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ রিফাইনারি অ্যান্ড পেট্রো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৫: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৬: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৭: ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। পোস্ট কোড ১০৮: তিন বছরের বিএ/ বিএসসি/ বিকম। পোস্ট কোড ১০৯: তিন বছরের বিকম।

ট্রেনিংয়ের সময়সীমা স্টাইপেন্ড: পোস্ট কোড ১০১, ১০২, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭-এর ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস। পোস্ট কোড ১০৮-এর ট্রেনিংয়ের সময়সীমা ১৫ মাস। পোস্ট কোড ১০৩-এর ২৪ মাস। নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৪ মার্চ ২০১৯। ইন্টারভিউ হবে ১ এপ্রিল থেকে ৫ এপ্লি ২০১৯ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। যে-কোনো একটি রিফাইনারির জন্য আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, মাপ হতে হবে ৫০ কেবির মধ্যে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার পর পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স কেবল সাধারণ ডাকে পাঠাতে হবে (যে রিফাইনারির জন্য আবেদন করবেন সেখানে পাঠাতে হবে, নিচের তালিকা মতো)। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ২২ মার্চ ২০১৯ তারিখের মধ্যে। অনলাইন আবেদন করা যাবে ৮ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

রিফাইনারির ঠিকানা: গুয়াহাটি রিফাইনারি: The Advertiser, Guwahati GPO, Post Box No-21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati 781001, Assam

বারাউনি রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Barauni Refinery, Dist Begusarai 851114 (Bihar)

গুজরাট রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Jawahar Nagar, Dist Vadodara 391320 (Gujarat)

হলদিয়া রিফাইনারি: The Advertiser IOCL, Haldia Refinery, Post Box No. 01, Post Office: Haldia Oil Refinery, Dist Purba Medinipur, West Bengal, Pin 721606.

মথুরা রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Mathura Refinery, Mathura 281005 (Uttar Pradesh)

পানিপত রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Panipat Refinery, Panipat 132140 (Haryana)

ডিগবয় রিফাইনারি: General Manager (HR), Indian Oil Corporation Limited, Assam Oil Division, PO Digboi 768171 (Assam)

বঙ্গাইগাঁও রিফাইনারি: Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, PO Dhaligaon, Dist Chirang, Assam 783385

পারাদ্বীপ রিফাইনারি: The Advertiser, General Post Office (GPO), Post Box No. 145, Bhubaneswar 751001.