ইন্ডিয়ান অয়েলে ২৩০ অ্যাপ্রেন্টিস

875
0
IOCL Apprentice Recruitment 2024

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ২৩০ জন টেকনিক্যাল ও ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: IOCL/MKTG/NR/APPR/2019-20/1.

রাজ্য অনুযায়ী টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের শূন্যপদ (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স) কোন রাজ্যে কত: দিল্লি:  ১৪ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৩)। হরিয়ানা: ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। হিমাচল প্রদেশ: ৩ (অসংরক্ষিত)। জম্মু ও কাশ্মীর: ৩ (অসংরক্ষিত)। পাঞ্জাব: ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, ওবিসি এনসিএল ১)। রাজস্থান: ১০ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ২)। উত্তর প্রদেশ: ২৫ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৫, ওবিসি এনসিএল ৬)। উত্তরাখণ্ড: ৩ (অসংরক্ষিত)।

ট্রেড অ্যাপ্রেন্টিসের (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট) শূন্যপদ কোন রাজ্যে কত: দিল্লি: ১৪ (অসংরক্ষিত ৭, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৩)। হরিয়ানা: ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। হিমাচল প্রদেশ: ৩ (অসংরক্ষিত)। জম্মু ও কাশ্মীর: ৩ (অসংরক্ষিত)। পাঞ্জাব: ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, ওবিসি এনসিএল ১)। রাজস্থান: ১০ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ২)। উত্তর প্রদেশ: ২৫ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৫, ওবিসি এনসিএল ৬)। উত্তরাখণ্ড: ৩ (অসংরক্ষিত)।

ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্টের শূন্যপদ: চণ্ডীগড়: ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। দিল্লি: ১৩ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৩)। হরিয়ানা: ১০ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। হিমাচল প্রদেশ: ২ (অসংরক্ষিত)। জম্মু ও কাশ্মীর: ২ (অসংরক্ষিত)। পাঞ্জাব: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ১)। রাজস্থান: ১০ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ২)। উত্তর প্রদেশ: ২৮ (অসংরক্ষিত ১৪, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৫, ওবিসি এনসিএল ৭)। উত্তরাখণ্ড: ২।

যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স): সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সবক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে (তপশিলি জাতি/ উপজাতিদের ৪৫ শতাংশ)।

ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট): এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে নিয়মিত পূর্ণ সময়ের আইটিআই।

ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৪৫ শতাংশ)।

বয়সসীমা: ৩১ জুলাই ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: ট্রেড অ্যাপ্রেন্টিসদের http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/home.aspx লিঙ্কে ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসদের https://apprenticeshipindia.org/  লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৮ আগস্ট ২০১৯ পর্যন্ত। লেখা পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ আগস্ট ২০১৯। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে https://www.iocl.com/ ওয়েবসাইটে।