ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতায় নানা পদে চাকরি

720
0
IISER-Kolkata_Picture

Indian Institute of Science Education and Research Kolkata চাইছে:

1) Deputy Register (Vacancy 1)।

2) Executive Engineer/ Project Engineer cum Estate Officer (Vacancy 1)

3) Assistant Registrar (Vacancy 2)

4) Office Superientendent/ Superintendent/ Accounts Officer (Vacancy 3)

5) Junior Superinterdent/ Accountant (Vacancy 1)

6) Junior Assistant (Multi Skill) (Vacancy 8)

7) Lab Attendant/ Attendant (Multi Skill) (Vacancy 3)

আবেদনের জন্য যোগ্যতা, ফি ইত্যাদি বিস্তারিত জানা যাবে http://apply.iiserkol.ac.in ওয়েবসাইটে। অনলাইন আবেদন করতে হবে, ১৭ জুন ২০১৮ পর্যন্ত। প্রয়োজনীয় ডিমান্ড ড্রাফট সহ হার্ড কপি পাঠাতে হবে ২৫ জুন ২০১৮ তারিখ বিকাল ৫টার মধ্যে। এছাড়াও চুক্তির ভিত্তিতে দুজন নার্সিং স্টাফ/ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করতে হবে ৩১ মে ২০১৮ তারিখের মধ্যে। যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।