ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৪৫ স্পেশ্যালিস্ট অফিসার

768
0
Indian bank Recruitment

ইন্ডিয়ান ব্যাঙ্কের বিভিন্ন ডিপার্টমেন্টে ১৪৫ জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানজোর, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানজোর, অ্যাসিস্ট্যান্ট ম্যানজোর ও ম্যানেজার নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে ১০ এপ্রিল থেকে ২ মে ২০১৮ পর্যন্ত।

শূন্যপদ: ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট/ ডিজিটাল ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট: পোস্ট কোড ১: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানজোর: শূন্যপদ ১। পোস্ট কোড ২: চিফ ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৩: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৪: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৫: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৬: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৭: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৮: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৯: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১০: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১।পোস্ট কোড ১১: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১২: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ১৩: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১৪: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ১৫: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১৬: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১৭: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ১৮: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ১৯: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২০: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ২১: চিফ ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২২: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ২।

ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি সেল: পোস্ট কোড ২৩: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২৪: ম্যানেজার: শূন্যপদ ৩। পোস্ট কোড ২৫: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২৬: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২৭: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ১।

ট্রেজারি ডিপার্টমেন্ট: পোস্ট কোড ২৮: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ২৯: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩০: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৩১: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩২: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩৩: সিয়িনর ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩৪: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩৫: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ৩। পোস্ট কোড ৩৬: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৩৭: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ১।

রিস্ক ম্যানজেমেন্ট ডিপার্টমেন্ট: পোস্ট কোড ৩৮: সিনিয়র ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৩৯: ম্যানেজার: শূন্যপদ ৪।

সিকিউরিটি ডিপার্টমেন্ট: পোস্ট কোড ৪০: ম্যানেজার: শূন্যপদ ২৫।

ক্রেডিট: পোস্ট কোড ৪১: ম্যানেজার: শূন্যপদ ১। পোস্ট কোড ৪৪: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ১।

এক্সপেনডিচার ডিপার্টমেন্ট: পোস্ট কোড ৪৫: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৪৬: ম্যানেজার: শূন্যপদ ২। পোস্ট কোড ৪৭: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ৬। পোস্ট কোড ৪৮: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ১।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.indianbank.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১০ এপ্রিল থেকে ২ মে ২০১৮ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, পরীক্ষাকেন্দ্র ও জরুরি তথ্য বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।