উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ২৯ জুন, ২ ও ৬ জুলাই, মানতে হবে বিধিনিষেধ

781
0
Higher Secondary Exam, HS Exam

রাজ্যের বাকি থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল । রাজ্য  শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি  পরীক্ষাগুলি গ্রহণ করা হবে।

করোনা সংক্রমণ আবহের মধ্যেই বেশ কিছু বিধিনিষেধের উপর ভিত্তি করে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেককেই স্যানিটাইজার নিয়ে আসতে হবে। প্রতিটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। একটি বেঞ্চ ছেড়ে দিয়ে পরের বেঞ্চে দ্বিতীয় পরীক্ষার্থী। এইরকম নিয়ম মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে চেষ্টা করা হবে ফল প্রকাশের ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ২৯ জুন ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্ট্যান্সি, ২ জুলাই কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম-মাসকমিউনিকেশন, সংস্কৃত, পার্শি , আরবি ও ফ্রেঞ্চ এবং ৬ জুলাই স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনক্ষণ ঠিক হলেও নির্দিষ্ট পরীক্ষাসূচি চূড়ান্ত হয়নি, কিছুদিনের মধ্যেই উচ্চমাধ্যমিক সংসদ তা প্রকাশ করবে।

 

 

Higher Secondary Exam, HS Exam