উত্তরপ্রদেশ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে ১৪৬৫

1036
0
medical officer recruitment
Doctor in front of a bright background

উত্তরপ্রদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ন্যাশনাল হেলথ মিশনের অধীন বিভিন্ন পদে ১৪৬৫ জন কর্মী নিয়োগ করা হবে। অসংরক্ষিত পদগুলির জন্য পশ্চিম বঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারেন অর্থাৎ তাঁরা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না।

শূন্যপদের বিন্যাস, যোগ্যতা, বয়সসীমা ও পারিশ্রমিক:

ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার (প্রোগ্রামের নাম ব্লক প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট): শূন্যপদ ৫৭ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ১১, তপশিলি জাতি ১২)। কমার্স গ্র্যাজুয়েট। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ১২১২৮ টাকা।

ব্লক প্রোগ্রাম ম্যানেজার (ব্লক প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট): শূন্যপদ ৫৫ (অসংরক্ষিত ২৬, ওবিসি ১৩, তপশিলি জাতি ১৬)। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট/ সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ২৪২৫৫ টাকা।

আয়ুষ এমও (মেইন স্ট্রিম অব আয়ুষ): শূন্যপদ ৭১ (অসংরক্ষিত ৩৮, ওবিসি ১৪, তপশিলি জাতি ১৯)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ (বিএএমএস)/ হোমিওপ্যাথি (বিএইচএমএস)/ ইউনানি (বিইউএমএস) ডিগ্রি। উত্তর প্রদেশের মেডিকেল কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে এছাড়া এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ২৯১০৬ টাকা।

ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (এনসিডি এনপিসিডিসিএস): শূন্যপদ ৫৪ (অসংরক্ষিত ৫১, ওবিসি ১, তপশিলি জাতি ২)। মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ৩০০০০ টাকা।

এপিডেমিওলজিস্ট/ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার (এনসিডি এনপিসিডিসিএস): শূন্যপদ ৪৬ (অসংরক্ষিত ৪৩, ওবিসি ৩)। মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ৬০০০০ টাকা।

কাউন্সেলর (এনসিডি-এনপিসিডিসিএস ডিএইচ/ সিএইচসি): শূন্যপদ ৮৫ (অসংরক্ষিত ৪৯, ওবিসি ১৫, তপশিলি জাতি ২১)। সোশ্যাল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি/ কাউন্সেলিং বা হেলথ এডুকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ১০০০০ টাকা।

জেনারেল ফিজিশিয়ান (এনসিডি-এনপিসিডিসিএস ডিএইচ/ সিএইচসি): শূন্যপদ ৬৭ (অসংরক্ষিত ৪৯, ওবিসি ৮, তপশিলি জাতি ১০)। মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ৬০০০০ টাকা।

কনসালট্যান্ট মেডিসিন (এনসিডি-এনপিএইচসিই): শূন্যপদ ৪৮ (অসংরক্ষিত ২৬, ওবিসি ৭, তপশিলি জাতি ১৫)। মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেডিসিনে এমডি বা সমতুল ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ৮০০০০ টাকা।

কমিউনিটি লেভেল সাইকোলজিস্ট (এনএমএইচপি): শূন্যপদ ৩০০ (অসংরক্ষিত ১৫০, ওবিসি ৭৫, তপশিলি জাতি ৭৫)। ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএ বা সাইকোলজিতে এমএ সঙ্গে কাউন্সেলিং ও আইকিউ অ্যাসেসমেন্টের বেসিক নলেজ। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ২৫০০০ টাকা।

মেডিকেল অফিসার (এনপি-এইএস/জেই): শূন্যপদ ৫৮ (অসংরক্ষিত ২৬, ওবিসি ১৫, তপশিলি জাতি ১৭)। ১) মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট এমবিবিএস বা সমতুল ডিগ্রি। ২) কম্পালসারি ইন্টার্নশিপ শেষ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ৬০০০০ টাকা।

এসটিএস সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (এনপি-আরএনটিসিপি): শূন্যপদ ১০৭ (অসংরক্ষিত ৫৪, ওবিসি ৩০, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১)। ১) ব্যাচেলর ডিগ্রি বা স্বীকৃত স্যানিটারি ইনস্পেক্টর কোর্স। ২) কম্পিউটার অপারেশনে অন্তত দু মাসের সার্টিফিকেট কোর্স। ৩) দু চাকার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দু চাকার যান চালানো জানতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ২৬৬৮১ টাকা।

ফার্মাসিস্ট (এনইউএইচএম): শূন্যপদ ৫৪ (অসংরক্ষিত ৩০, ওবিসি ১১, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ১)। ইন্টারমিডিয়েট সঙ্গে ফার্মাসিতে ডিপ্লোমা, উত্তরপ্রদেশ রাজ্য মেডিকেল বোর্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ১৭৩২৫ টাকা।

এমও আয়ুষ (মহিলা) আরবিএসকে: শূন্যপদ ২৪৭ (অসংরক্ষিত ১৩৬, ওবিসি ৫৫, তপশিলি জাতি ৫৩, তপশিলি উপজাতি ৩)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ (বিএএমএস)/ হোমিওপ্যাথি (বিএইচএমএস)/ ইউনানি (বিইউএমএস) ডিগ্রি। উত্তর প্রদেশের মেডিকেল কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে, এছাড়া এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ২৬৪৬০ টাকা।

এমও আয়ুষ (পুরুষ) আরবিএসকে: শূন্যপদ ৯৫ (অসংরক্ষিত ৪৫, ওবিসি ২০, তপশিলি জাতি ২৫, তপশিলি উপজাতি ৫)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদ (বিএএমএস)/ হোমিওপ্যাথি (বিএইচএমএস)/ ইউনানি (বিইউএমএস) ডিগ্রি। উত্তর প্রদেশের মেডিকেল কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে এছাড়া এক বছরের ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর। পারিশ্রমিক ২৬৪৬০ টাকা।

প্যারামেডিক্স- ফার্মাসিস্ট (আরবিএসকে): শূন্যপদ ১২১ (অসংরক্ষিত ৬৩, ওবিসি ৩৫, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ২)। ইন্টারমিডিয়েট সঙ্গে ফামার্সিতে ডিপ্লোমা, উত্তর প্রদেশ রাজ্য মেডিকেল ফ্যাকাল্টিতে নাম নথিভুক্ত হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক ১৩৫০০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.upnrhm.gov.in এবং www.kitco.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত।

সব বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্ক থেকে:

https://nhmup2.onlineregistrationform.org/NHM_UP2/index.jsp