উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩ স্কুলে চাকরি

718
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

  • ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ গ্র্যাজুয়েট তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Ashoknagar Vidyasagar Bani Bhaban High School (HS), PO+PS Ashoknagar, Dist North 24 Pgs, Pin 743222.

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএড সহ অ্যারাবিকে পাস গ্র্যাজুয়েট অসংরক্ষিত সহশিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ১৩ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সেক্রেটারি, বাঘমারী ইসলামিয়া হাই মাদ্রাসা (উঃমাঃ)। গ্রাম বাঘমারী, পোস্ট দেওয়ানচক, থানা জয়নগর, জেলা দক্ষিণ ২৪ পরগনা।
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএড সহশিক্ষক/ শিক্ষিকা চাই। ১) ইংরেজি (বিএ পাস) অসংরক্ষিত। ২) পিওর সায়েন্স (বিএসসি পাস) ওবিসি এ। ৩) ইংরেজি (বিএ পাস) তপশিলি জাতি। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, কেয়াতলা হাইস্কুল (উঃমাঃ), গ্রাম+পোস্ট কেয়াতলা, থানা বারুইপুর, জেলা দক্ষিণ ২৪ পরগনা, পিন ৭৪৩৩৭২।