উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৩ স্কুলে চাকরি

457
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বাংলা (পাস) তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Subarnapur High School (HS), PO Chakla, PS Deganga, Dist North 24 PGS, Pin 743424.

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

  • ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ৮ মে ২০১৯ তারিখ পর্যন্ত বিএ (ইংলিশ) বিএড অসংরক্ষিত। ২) ৩০ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত বিএ (বাংলা) বিএড তপশিলি জাতি। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Krishnachandrapur High School, PO Krishnachandrapur,  Dist 24 Pgs (S), Pin 743354.
  • ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ইংলিশ (পাস) বিএড অসংরক্ষিত মহিলা টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ২৯ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Champahati Girls’ High School (HS), PO Champahati, 24 Pgs (S), Pin 743330. মোবাইল নম্বর: ০৩২১৮২৬১৮৩৫।