উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, কোচবিহার ও আলিপুরদুয়ারের ৮ স্কুলে চাকরি

1337
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Bawali High School, Vill+PO Bawali, PS Nodakhali, 24 Pgs (S), Kolkata-137.
  2. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত পিওর সায়েন্সে পাস গ্র্যাজুয়েট বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Ghatakpukur High School (HS), PO B Gobindapur, Dist 24 Pgs (S), Pin-743502.
উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে অ্যারাবিক সহ পাস গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত অসংরক্ষিত সহশিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: প্রধান শিক্ষক, রামপুর হাই স্কুল (উঃমাঃ), পোঃ আড়খালি, আমডাঙ্গা, থানা আমডাঙ্গা, উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২২১। মোবাইল নম্বর: ৯৮৩০২২০৫৯২।

পূর্ব বর্ধমানের স্কুলে চাকরি
  1. ডেপুটেশন ভ্যাকান্সিতে বাংলায় বিএ, ট্রেনিংপ্রাপ্ত তপশিলি জাতি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ২৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sati Krishnamani Girls’ High School, PO Monteswar, Dist Purba Bardhaman, Pin-713145.
  2. ডেপুটেশন ভ্যাকান্সিতে দর্শন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট, বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, ওঁয়াড়ী উচ্চ বিদ্যালয়, গ্রাম+পোঃ ওঁয়াড়ী, থানা খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান, পিন-৭১৩১৪২। মোবাইল নম্বর-৯৪৩৪৬৩১৯৭৫।
মুর্শিদাবাদের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (বায়ো সায়েন্স) বিএড অসংরক্ষিত শিক্ষক চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, জগন্নাথপুর জুনিয়র হাইস্কুল, পোঃ সাহোড়া, ব্লক বড়ঞা, মুর্শিদাবাদ, পিন-৭৩১২৩৪।

কোচবিহারের স্কুলে চাকরি

৮ জানুয়ারি ২০১৮ পর্যন্ত লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Nayarhat H School (HS), PO Karala, Dt Coochbehar, Pin-736135। মোবাইল নম্বর: ৯৪৩৪৪৪২৬১৬।

আলিপুরদুয়ারের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Sishubari High School (HS), PO Gopalbagan, Dt Alipurduar, Pin-735213.