উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা ও হুগলির পাঁচ স্কুলে চাকরি

717
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বাংলা, বিএ (পাস) বিএড তপশিলি জাতি শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৮ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, তেঘরিয়া বিদ্যাপীঠ (উচ্চমাধ্যমিক), পোঃ আর কে পল্লি, থানা সোনারপুর, জেলা দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭০০১৫০।
  2. ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ইংরেজিতে পাস গ্র্যাজুয়েট তপশিলি জাতি। ২) পিওর সায়েন্সে পাস গ্র্যাজুয়েট অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী। দুক্ষেত্রেই বিএড/ পিজিবিটি/ বিটি পাশ হতে হবে। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৮ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Dongaria Anumati Balika Vidyalaya (HS), Vill+PO Dongaria, PS Nodakhali, Dist South 24 Parganas, Pin-743318. মোবাইল নম্বর: ০৩৩২৪৮০৬১৯০/ ৮০১৭১১১২৫৩।
হুগলির স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড অসংরক্ষিত শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির অ্যাটেসটেড জেরক্স সহ ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: পূর্ব ঠাকুরানীচক রবীন্দ্র বিদ্যায়তন, গ্রা+পো ঠাকুরানীচক। থানা- খানাকুল। জেলা হুগলি, পিন-৭১২৬১৩। মোবাইল নম্বর: ৯৯৩৩০৯৫৩৬৯।

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বায়োসায়েন্স সহ পাস গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত অসংরক্ষিত। ২) পিওর সায়েন্স সহ পাস গ্র্যাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত অসংরক্ষিত। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৮ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Ghonja High School (HS), Vill+PO Ghonja, Dist North 24 Parganas, Pin-743249.

মালদার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ইংরেজি সহ বিএ পাস বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৮ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Balarampur Barkol High School (HS), PO Barkol, Dist Malda, Pin-732128.