উত্তর দিনাজপুরে অবসরপ্রাপ্ত গেস্ট টিচার ১৪

1344
0
North Dinajpur, Uttar dinajpur Jobs,

উত্তর দিনাজপুর জেলায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ—

গেস্ট টিচার (আরবি) ২, গেস্ট টিচার (ইংলিশ) ২, গেস্ট টিচার (সায়েন্স) ২, গেস্ট টিচার (অঙ্ক) ২, গেস্ট টিচার (বাংলা) ২, গেস্ট টিচার (ভূগোল) ২, গেস্ট টিচার (ইতিহাস) ২ পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা—

গেস্ট টিচার (আরবি): আরবি নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (ইংলিশ): ইংলিশ প্রধান বিষয় হিসাবে নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (সায়েন্স): বিজ্ঞান নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (অঙ্ক): অঙ্ক নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (বাংলা): বাংলা প্রধান হিসাবে নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (ভূগোল): ভূগোল নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

গেস্ট টিচার (ইতিহাস): ইতিহাস নিয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট

বয়সসীমা— সর্বোচ্চ ৬৪ বছর।

ইন্টারভিউ— আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১টা নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। সকাল সাড়ে দশটার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। ইন্টারভিউ স্থল কনফারেন্স হল, ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন, উত্তর দিনাজপুর। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথি ও  এক সেট আবেদন পত্র নিয়ে যেতে হবে।

আবেদন— আগামী ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন করতে হবে ডাউনলোড করা ফর্মে। আবেদন পাঠাতে হবে Office of the District Magistrate, MA&ME Section, Karnajora, Uttar Dinajpur ঠিকানায়।

আবেদন পত্রের বয়ান ডাউনলোড ও বিজ্ঞপ্তির লিঙ্ক: http://uttardinajpur.nic.in/advertise/779-MA&ME.pdf

 

 

North Dinajpur, Uttar dinajpur Jobs,